Dhaka ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে মাদক, মানব পাচার ও অপহরণ রোধে গ্রাম পুলিশের শপথ

কক্সবাজারের টেকনাফে মাদক, মানবপাচার ও অপহরণ রোধে উপজেলার ৩০ জন গ্রাম পুলিশকে শপথ বাক্য পাঠ করালেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

বৃহস্পতিবার ২৪ জানুয়ারি  বিকেল সাড়ে পাঁচটার সময় থানা সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত ৩০ জন এই গ্রাম পুলিশকে শপথ বাক্য পাঠ করানো হয়।পুলিশ জানিয়েছে, বিগত এক বছরের বেশি সময় ধরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াই শতাধিক স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের পাশাপাশি মাদক পাচারও থেমে নেই সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গা আশ্রয়শিবির সংশ্লিষ্ট এলাকা থেকে লোকজনকে জড়ো করে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর নামে বিভিন্ন ধরনের প্রলোভনে ফেলে মোটা অংকের টাকা পয়সা হাতিয়ে নেওয়া হচ্ছে। এরমধ্যে এসব ঘটনা বেড়ে যাওয়ায় থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার প্রতিটি গ্রামের দায়িত্বরত গ্রাম পুলিশের সদস্যদের এসব প্রতিরোধ দায়িত্বশীল হওয়ার পাশাপাশি শপথ বাক্য পাঠ করানো হয়েছে।টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, উপজেলার  সকল ইউনিয়নের গ্রাম পুলিশের সাথে অপহরণ, মানবপাচার, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের ওয়ারেন্ট তামিলের বিষয় মতবিনিময় সভা করা হয়েছে। সকল গ্রাম পুলিশ কথা দিয়েছেন  অপরাধীদের আইনের আওতায় আনতে সহযোগিতা করবেন। এইজন্য তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

জয়পুরহাটের আক্কেলপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

টেকনাফে মাদক, মানব পাচার ও অপহরণ রোধে গ্রাম পুলিশের শপথ

Update Time : ০৪:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের টেকনাফে মাদক, মানবপাচার ও অপহরণ রোধে উপজেলার ৩০ জন গ্রাম পুলিশকে শপথ বাক্য পাঠ করালেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

বৃহস্পতিবার ২৪ জানুয়ারি  বিকেল সাড়ে পাঁচটার সময় থানা সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত ৩০ জন এই গ্রাম পুলিশকে শপথ বাক্য পাঠ করানো হয়।পুলিশ জানিয়েছে, বিগত এক বছরের বেশি সময় ধরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াই শতাধিক স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের পাশাপাশি মাদক পাচারও থেমে নেই সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গা আশ্রয়শিবির সংশ্লিষ্ট এলাকা থেকে লোকজনকে জড়ো করে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর নামে বিভিন্ন ধরনের প্রলোভনে ফেলে মোটা অংকের টাকা পয়সা হাতিয়ে নেওয়া হচ্ছে। এরমধ্যে এসব ঘটনা বেড়ে যাওয়ায় থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার প্রতিটি গ্রামের দায়িত্বরত গ্রাম পুলিশের সদস্যদের এসব প্রতিরোধ দায়িত্বশীল হওয়ার পাশাপাশি শপথ বাক্য পাঠ করানো হয়েছে।টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, উপজেলার  সকল ইউনিয়নের গ্রাম পুলিশের সাথে অপহরণ, মানবপাচার, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের ওয়ারেন্ট তামিলের বিষয় মতবিনিময় সভা করা হয়েছে। সকল গ্রাম পুলিশ কথা দিয়েছেন  অপরাধীদের আইনের আওতায় আনতে সহযোগিতা করবেন। এইজন্য তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।