Dhaka ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে রাতভর অভিযান, ১২ছিনতাইকারী গ্রেফতার

কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ২৪ জানুয়ারি রাতভর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, কক্সবাজার শহরের টেকপাড়ার মাসুদ হোসেনের ছেলে তানভীর হোসেন পেটান প্রকাশ আজাদুর রহমান (২২), পাহাড়তলী এলাকার মোঃ শফিকের ছেলে মোঃ ইসমাইল (২০), ইসুলের ঘোনা এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২১), বার্মিজ মার্কেট এলাকার মোঃ ফরিদের ছেলে মোঃ ইরফান ফারদিন (২০), মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকার পাড়ার মোহাম্মদ হোছনের ছেলে শহরের মোহাজের পাড়ায় বসবাসকারী সিহাব উদ্দিন খোকন (২৯), সমিতি পাড়ার আবুল কাশেমের ছেলে মোঃ সোহেল (২৮), বৌদ্ধ মন্দির এলাকার কৃষ্ণ চন্দ্র দাশের ছেলে সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মানিক মিয়ার ছেলে মোঃ হান্নান (১৯), সমিতি বাজার পল্লানপাড়া এলাকার মোঃ সেলিম সুলতানের ছেলে সাইফুল ইসলাম (২৪), রুমালিয়ার ছড়ার মোঃ হানিফের ছেলে মোঃ শাহীন প্রকাশ বুলেট (২২), বাহারছড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে হাসান মাহমুদ সাগর প্রকাশ ভিকি (২৬) ও টেকপাড়ার মোস্তফা কামালের ছেলে মিজবাউল হক মুন্না (২২)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান জানান, কক্সবাজার জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশনায় সব ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারসহ কক্সবাজার শহর এলাকায় ছিনতাইকারী গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার নতুন জেল গেইট সংলগ্ন সড়কে ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাস্থলে একাধিক মোটরসাইকেল যোগে এসে একটি সিএনজির গতিরোধ করে। এসময় গাড়ির যাত্রীর কাছ থেকে দুই লাখ ৭৫ হাজার টাকা, একটি ডায়মন্ডের রিং, একটি মোবাইলসহ অন্যান্য ডকুমেন্ট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এর সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং স্থানীয় লোকজনদের সহায়তায় ১২ জন পেশাদার ছিনতাইকারী ও অপরাধ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, গ্রেফতার ১২ জনই পেশাদার ছিনতাইকারী। এদের প্রতিজনের বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ নানা অপরাধে ৬-৭টির বেশি মামলা রয়েছে। অভিযানের পর পুলিশ আরও একটি নিয়মিত মামলা করে আসামিদের আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। পর্যটন শহরকে ছিনতাই ও অপরাধমুক্ত রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন এসপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর

কক্সবাজারে রাতভর অভিযান, ১২ছিনতাইকারী গ্রেফতার

জন দেখেছেন : ০৬:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ২৪ জানুয়ারি রাতভর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, কক্সবাজার শহরের টেকপাড়ার মাসুদ হোসেনের ছেলে তানভীর হোসেন পেটান প্রকাশ আজাদুর রহমান (২২), পাহাড়তলী এলাকার মোঃ শফিকের ছেলে মোঃ ইসমাইল (২০), ইসুলের ঘোনা এলাকার সরোয়ারের ছেলে ইমরান সরোয়ার ইমন (২১), বার্মিজ মার্কেট এলাকার মোঃ ফরিদের ছেলে মোঃ ইরফান ফারদিন (২০), মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকার পাড়ার মোহাম্মদ হোছনের ছেলে শহরের মোহাজের পাড়ায় বসবাসকারী সিহাব উদ্দিন খোকন (২৯), সমিতি পাড়ার আবুল কাশেমের ছেলে মোঃ সোহেল (২৮), বৌদ্ধ মন্দির এলাকার কৃষ্ণ চন্দ্র দাশের ছেলে সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মানিক মিয়ার ছেলে মোঃ হান্নান (১৯), সমিতি বাজার পল্লানপাড়া এলাকার মোঃ সেলিম সুলতানের ছেলে সাইফুল ইসলাম (২৪), রুমালিয়ার ছড়ার মোঃ হানিফের ছেলে মোঃ শাহীন প্রকাশ বুলেট (২২), বাহারছড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে হাসান মাহমুদ সাগর প্রকাশ ভিকি (২৬) ও টেকপাড়ার মোস্তফা কামালের ছেলে মিজবাউল হক মুন্না (২২)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান জানান, কক্সবাজার জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর নির্দেশনায় সব ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারসহ কক্সবাজার শহর এলাকায় ছিনতাইকারী গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার নতুন জেল গেইট সংলগ্ন সড়কে ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাস্থলে একাধিক মোটরসাইকেল যোগে এসে একটি সিএনজির গতিরোধ করে। এসময় গাড়ির যাত্রীর কাছ থেকে দুই লাখ ৭৫ হাজার টাকা, একটি ডায়মন্ডের রিং, একটি মোবাইলসহ অন্যান্য ডকুমেন্ট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এর সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং স্থানীয় লোকজনদের সহায়তায় ১২ জন পেশাদার ছিনতাইকারী ও অপরাধ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, গ্রেফতার ১২ জনই পেশাদার ছিনতাইকারী। এদের প্রতিজনের বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ নানা অপরাধে ৬-৭টির বেশি মামলা রয়েছে। অভিযানের পর পুলিশ আরও একটি নিয়মিত মামলা করে আসামিদের আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। পর্যটন শহরকে ছিনতাই ও অপরাধমুক্ত রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন এসপি।