Dhaka ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় এখনো জ্বলছে একাধিক দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে প্রবল হাওয়া ও শুষ্ক আবহাওয়ার মধ্যে এখনো জ্বলছে একাধিক দাবানল।দমকলকর্মীরা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলে ক্যাসটেইক হ্রদের নিকটবর্তী পর্বতমালায় বুধবার হিউস দাবানল ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ ৫০ হাজারের বেশি মানুষকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিতে বাধ্য হয়। হিউস দাবানলের সংলগ্ন এলাকায় ধোঁয়া, ধুলো ও ছাই মিশ্রিত দমকা বাতাস থেকে বাঁচতে স্বাস্থ্য বিষয়ক উপদেশ জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ড. মানটু ডেভিস এক বিবৃতিতে বলেছেন,ধোঁয়া ও ছাইসবার ক্ষতি করতে পারে, এমনকি যারা সুস্থ রয়েছেন, তাদেরকেও।

ভেনচুরা কাউন্টিতে লাগুনা দাবানলের ফলে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় চ্যানেল দ্বীপ ও ইউনিভার্সিটি গ্লেনে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়, তবে বৃহস্পতিবার বিকালে এই নির্দেশিকাকে শুধুমাত্র সতর্কবার্তাতেই নামিয়ে আনা হয়েছে।

তবে ইন্টারস্টেট ৪০৫-এর কাছে সেপালভেডা দাবানলের কারণে এলাকা খালি করার নির্দেশ বুধবার বিকালে তুলে নেওয়া হয় কেন না দমকলকর্মীরা দাবানলের অগ্রগতি থামিয়ে দিয়েছে। এই দাবানল এক বর্গ কিলোমিটারের সামান্য কম এলাকা পুড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের স্টর্ম প্রেডিকশন সেন্টার বলেছে, সান্তা অ্যানা সমুদ্রতীরের অদূরে ‘প্রবল দমকা’ বাতাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বইতে থাকবে; কিছু পর্বতমালায় এই দমকা বাতাসের গতিবেগ ঘন্টায় ১০৫ কিলোমিটারে পৌঁছতে পারে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ‘খুব কম আর্দ্রতা ও আগে থেকেই শুষ্ক অবস্থা’র সঙ্গে জোরালো বাতাসের ফলে এই সেন্টার তড়িঘড়ি বৃহস্পতিবার দাবানলজনিত আবহাওয়ার গুরুতর ঝুঁকি সংক্রান্ত সতর্কতা অব্যাহত রেখেছে।

হিউস দাবানল মোকাবিলায় দমকলকর্মীরা সাহায্য পেয়েছেন; রাতের মধ্যে আকাশপথে একাধিক হেলিকপ্টার থেকে জল ছড়ানো হয়েছে। লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে দাবানল লেক ক্যাসটেইক বিনোদন এলাকার কাছে ৪১ বর্গ কিলোমিটারের বেশি এলাকাকে আগুনে ঝলসে দিয়েছে।

আগামী কয়েক দিনে কিছু স্বস্তির সম্ভাবনা রয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ বলেছে, শনিবার সকালের দিকে এই এলাকায় অল্প বৃষ্টিপাতের আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ক্যালিফোর্নিয়ায় এখনো জ্বলছে একাধিক দাবানল

Update Time : ০৯:১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে প্রবল হাওয়া ও শুষ্ক আবহাওয়ার মধ্যে এখনো জ্বলছে একাধিক দাবানল।দমকলকর্মীরা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলে ক্যাসটেইক হ্রদের নিকটবর্তী পর্বতমালায় বুধবার হিউস দাবানল ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ ৫০ হাজারের বেশি মানুষকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিতে বাধ্য হয়। হিউস দাবানলের সংলগ্ন এলাকায় ধোঁয়া, ধুলো ও ছাই মিশ্রিত দমকা বাতাস থেকে বাঁচতে স্বাস্থ্য বিষয়ক উপদেশ জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ড. মানটু ডেভিস এক বিবৃতিতে বলেছেন,ধোঁয়া ও ছাইসবার ক্ষতি করতে পারে, এমনকি যারা সুস্থ রয়েছেন, তাদেরকেও।

ভেনচুরা কাউন্টিতে লাগুনা দাবানলের ফলে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় চ্যানেল দ্বীপ ও ইউনিভার্সিটি গ্লেনে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়, তবে বৃহস্পতিবার বিকালে এই নির্দেশিকাকে শুধুমাত্র সতর্কবার্তাতেই নামিয়ে আনা হয়েছে।

তবে ইন্টারস্টেট ৪০৫-এর কাছে সেপালভেডা দাবানলের কারণে এলাকা খালি করার নির্দেশ বুধবার বিকালে তুলে নেওয়া হয় কেন না দমকলকর্মীরা দাবানলের অগ্রগতি থামিয়ে দিয়েছে। এই দাবানল এক বর্গ কিলোমিটারের সামান্য কম এলাকা পুড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের স্টর্ম প্রেডিকশন সেন্টার বলেছে, সান্তা অ্যানা সমুদ্রতীরের অদূরে ‘প্রবল দমকা’ বাতাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বইতে থাকবে; কিছু পর্বতমালায় এই দমকা বাতাসের গতিবেগ ঘন্টায় ১০৫ কিলোমিটারে পৌঁছতে পারে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ‘খুব কম আর্দ্রতা ও আগে থেকেই শুষ্ক অবস্থা’র সঙ্গে জোরালো বাতাসের ফলে এই সেন্টার তড়িঘড়ি বৃহস্পতিবার দাবানলজনিত আবহাওয়ার গুরুতর ঝুঁকি সংক্রান্ত সতর্কতা অব্যাহত রেখেছে।

হিউস দাবানল মোকাবিলায় দমকলকর্মীরা সাহায্য পেয়েছেন; রাতের মধ্যে আকাশপথে একাধিক হেলিকপ্টার থেকে জল ছড়ানো হয়েছে। লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে দাবানল লেক ক্যাসটেইক বিনোদন এলাকার কাছে ৪১ বর্গ কিলোমিটারের বেশি এলাকাকে আগুনে ঝলসে দিয়েছে।

আগামী কয়েক দিনে কিছু স্বস্তির সম্ভাবনা রয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ বলেছে, শনিবার সকালের দিকে এই এলাকায় অল্প বৃষ্টিপাতের আশা করা হচ্ছে।