Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে তিনটি স্থলমাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর পিলার এলাকায় পৃথক সময়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

আহতরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী এলাকার মো. হোসেনের পুত্র  আলি হোসেন (৩৬) ও লেমুতলী নামক এলাকায় স্থানীয় বাসিন্দা জাফর আলমের পুত্র  আরিফ উল্লাহ (৩২) ও দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড লেম্বুছড়ির বাসিন্দা মুজিবুর রহমানের পুত্র  রাশেদুল ইসলাম রাসেল (২৫)।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, সকাল থেকে ভিন্ন ভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুল আলম জানান, বিস্ফোরণে আহত তিনজনই মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। তারা  সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। প্রথমে সকাল ৬ টা, ১০টা ও সাড়ে ১০টা ভিন্ন সময়ে ভিন্ন জায়গায় মাইন বিস্ফোরণে আহত হন। প্রথমে আলী হোসেন আহত হন, পরে সকাল ১০ টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণে আরিফ উল্লাহ  ও সাড়ে ১০টায় রাসেল মাইন বিস্ফোরণে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোঃ মাসরুরুল হক স্থানীয়দের বরাতে বলেন, সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় মিয়ানমার অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গরু আনতে গেলে মাটিতে পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন আহত

Update Time : ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে তিনটি স্থলমাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর পিলার এলাকায় পৃথক সময়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

আহতরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী এলাকার মো. হোসেনের পুত্র  আলি হোসেন (৩৬) ও লেমুতলী নামক এলাকায় স্থানীয় বাসিন্দা জাফর আলমের পুত্র  আরিফ উল্লাহ (৩২) ও দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড লেম্বুছড়ির বাসিন্দা মুজিবুর রহমানের পুত্র  রাশেদুল ইসলাম রাসেল (২৫)।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, সকাল থেকে ভিন্ন ভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুল আলম জানান, বিস্ফোরণে আহত তিনজনই মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। তারা  সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। প্রথমে সকাল ৬ টা, ১০টা ও সাড়ে ১০টা ভিন্ন সময়ে ভিন্ন জায়গায় মাইন বিস্ফোরণে আহত হন। প্রথমে আলী হোসেন আহত হন, পরে সকাল ১০ টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণে আরিফ উল্লাহ  ও সাড়ে ১০টায় রাসেল মাইন বিস্ফোরণে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোঃ মাসরুরুল হক স্থানীয়দের বরাতে বলেন, সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর পিলার সংলগ্ন এলাকায় মিয়ানমার অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গরু আনতে গেলে মাটিতে পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হন।