Dhaka ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিডিইউ থেকে বঙ্গবন্ধুর নামটি পরিবর্তনের দাবীতে মানববন্ধন

বিডিইউ থেকে বঙ্গবন্ধুর নামটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনির্ভাসিটি নামের প্রজ্ঞাপন জারির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় ওই বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন।

মানববন্ধন সূত্রে জানা গেছে, গত ৫ জুলাইয়ের পর বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর নামটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নাম রাখার দাবীতে একমত হয়ে সিদ্ধান্ত নেয় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ প্রস্তাবনায় সম্মতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর গণস্বাক্ষরসহ একটি আবেদনপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিকট পাঠানো হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

এরই মধ্যে গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা আসিফ ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিশ্চিত করেন যে, বিশ্ববিদ্যালয়ের নাম “বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি” করার প্রস্তাবনা গৃহীত হয়েছে। কিন্তু এ ঘোষণার পরেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবীতে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন- ওই বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, রাফিউল, রাব্বি, শাকিব, নাভিদ, ২য় বর্ষের শিক্ষার্থী ফয়সাল, মাস্তারা জাহান মারিয়া, ১ম বর্ষের রোকসানা আক্তার রজনীসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তরা বলেন, “আমরা ছাত্র-প্রতিনিধিসহ সবাই গণস্বাক্ষর দিয়ে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি চেয়েছি।

কিন্তু এত বিলম্ব কেন করা হচ্ছে? আমরা সবাই একযোগে চাই, খুব দ্রুত প্রজ্ঞাপনটি জারি করা হোক।” তারা অভিযোগ করে বলেন, নাম পরিবর্তনের বিষয়ে তাদের পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও প্রশাসনের ধীরগতি তাদের হতাশ করেছে। তাদের মতে, এটি শুধু একটি নাম পরিবর্তনের বিষয় নয়, বরং তাদের পরিচয় এবং স্বপ্নের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সাথে কথা বললে তিনিও শিক্ষার্থীদের বলেছেন প্রশাসন ছাত্রদের দাবী বাস্থবায়নের জন্য চেষ্টা করতেছেন। তবে তাদের এই দাবিকে উপেক্ষা করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে প্রস্তুতি মূলক সভা

বিডিইউ থেকে বঙ্গবন্ধুর নামটি পরিবর্তনের দাবীতে মানববন্ধন

Update Time : ০৫:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বিডিইউ থেকে বঙ্গবন্ধুর নামটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনির্ভাসিটি নামের প্রজ্ঞাপন জারির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় ওই বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন।

মানববন্ধন সূত্রে জানা গেছে, গত ৫ জুলাইয়ের পর বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর নামটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নাম রাখার দাবীতে একমত হয়ে সিদ্ধান্ত নেয় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ প্রস্তাবনায় সম্মতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর গণস্বাক্ষরসহ একটি আবেদনপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিকট পাঠানো হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

এরই মধ্যে গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা আসিফ ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিশ্চিত করেন যে, বিশ্ববিদ্যালয়ের নাম “বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি” করার প্রস্তাবনা গৃহীত হয়েছে। কিন্তু এ ঘোষণার পরেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবীতে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন- ওই বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, রাফিউল, রাব্বি, শাকিব, নাভিদ, ২য় বর্ষের শিক্ষার্থী ফয়সাল, মাস্তারা জাহান মারিয়া, ১ম বর্ষের রোকসানা আক্তার রজনীসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তরা বলেন, “আমরা ছাত্র-প্রতিনিধিসহ সবাই গণস্বাক্ষর দিয়ে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি চেয়েছি।

কিন্তু এত বিলম্ব কেন করা হচ্ছে? আমরা সবাই একযোগে চাই, খুব দ্রুত প্রজ্ঞাপনটি জারি করা হোক।” তারা অভিযোগ করে বলেন, নাম পরিবর্তনের বিষয়ে তাদের পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও প্রশাসনের ধীরগতি তাদের হতাশ করেছে। তাদের মতে, এটি শুধু একটি নাম পরিবর্তনের বিষয় নয়, বরং তাদের পরিচয় এবং স্বপ্নের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সাথে কথা বললে তিনিও শিক্ষার্থীদের বলেছেন প্রশাসন ছাত্রদের দাবী বাস্থবায়নের জন্য চেষ্টা করতেছেন। তবে তাদের এই দাবিকে উপেক্ষা করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।