নীলফামারীর সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা ও কনকনে শীত অনুভূত হওয়ায় সকালে ফ্লাইট নামতে পারেনি। এতে করে দুটি বিমান অবতরনের সিডিউল বিপর্যস্ত সহ বিমানের যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন। শনিবার (২৫ জানুয়ারী) সকালে এই ঘটনা ঘটে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান,শনিবার সকাল ৭ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং ভিজিবিলিটি ছিলো ২০০ মিটার। বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা। সেখানে কুয়াশায় দৃষ্টি শক্তি কম থাকায় বিমানবন্দর বিমান নামতে পারে নি।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, গত ৩ দিন থেকে কুয়াশার চাদরে ঢাকা সৈয়দপুর। এর ফলে ভেজিবিলিটি (দৃষ্টিসীমা) অনেক কমে যাওয়ায় এয়ার অ্যাষ্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। শীতকালে মুলত এরকম শিডিউল বিপর্যয় হয়ে থাকে। কুয়াশা কেটে গেলেই বিমান নামতে পারে বলে জানান তিনি।