“আলোকময় ঈদে মেরাজ শরীফের” উপলক্ষে আগামী ২৭শে জানুয়ারী ২০২৫, সোমবার, সকাল ১১ টায় বিশ্ব সুন্নী আন্দোলন ঢাকা মহানগর শাখা অত্র সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকার প্রেসক্লাব থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়েছে।
বর্ণাঢ্য শোভা যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন সত্য ও মানবতার ইমাম, বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।
শোভা যাত্রার গতিপথঃ
প্রেসক্লাব থেকে সকাল ১১টায় শুরু হয়ে হাইকোর্ট মাজার শরীফ প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা, সালাতু সালাম ও দোয়ার মাধ্যমে শেষ হবে।
আলোকময় ঈদে মেরাজ শরীফের মাধ্যমে আমরা দয়াময় আল্লাহতায়ালা ও তাঁর প্রিয়তম নূর নবীকে জানা ও বুঝার এক অতুলনীয় সুযোগ লাভ করি। ঈদে মেরাজ শরীফের শিক্ষা পরম সত্যের নৈকট্য সাধনায় মহাস্মারক ও নির্দেশিকা এবং জীবন সত্যের মূল উপলব্ধির জন্য মহান মেরাজ শরীফের উপলক্ষ্য এক অদ্বিতীয় নিদর্শন।
উল্লেখ্য যে, আলেম ওলামা, পীর মাশায়েখ, ভাই বোন, সর্বস্তরের জনতার অংশ গ্রহণে দেশের বৃহত্তম ও একমাত্র কর্মসূচী।