একিউআই শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকলে তা স্বাস্থ্যকর বায়ু একিউআই ৫১ থেকে ১০০ পর্যন্ত মধ্যম, ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্পর্শকাতর ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত চরম মাত্রায় অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ওপরে বিপর্যয় বায়ুর মান ধরা হয়। খুলনা বিভাগের মধ্যে ঝিনাইদহ জেলা শহর অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সংক্রামক সব ব্যধির জন্য বর্তমানে জলবায়ু পরিবর্তন দায়ী। একারণে মানসিক প্রশান্তি নষ্ট হচ্ছে।
বিভিন্ন রোগ বাসা বাঁধছে শরীরে, সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ^াসরোগ এলাকার ব্যাপক বাড়ছে। বায়ুর গুনগতমান শীতের বাতাসে দুষনের পরিমাণ বেশী বৃদ্ধি পেয়েছে, নির্মাণ কাজ, বর্জ্য পোড়ানো, অতি পুরাতন যানবাহন চলাচল, শহরের আশপাশে ইটভাটা নির্মাণ, পুরাতন টায়ার, ব্যাটারী পুড়ান, বায়ু দুষণ অনেক বেড়েছে বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে।