পটুয়াখালীর গলাচিপায় চোরাই গরুর মাংসসহ মামুন হাওলাদার (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন ওই ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড়ডাকুয়া গ্রামের মনির মৃধার বাড়ি থেকে একটি গরু চুরি হয়। এ ঘটনায় শনিবার সকালে মনির মৃধা গলাচিপা থানায় অভিযোগ করেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানের নির্দেশে এসআই মো. বেল্লাল সঙ্গীও ফোর্সসহ স্থানীয়দের সহোযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকনিকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে মামুন হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনা স্বীকার করে। এসময় তার ঘর থেকে চুরি হওয়া গরুর ৫৫ কেজি মাংসসহ তাকে গ্রেফতার করে গলাচিপা থানা নিয়ে আসা হয়। এ ঘটনায় মনির মৃধা বাদী হয়ে মামুন হাওলাদারকে আসামী করে গলাচিপা থানায় একটি মামলা করার প্রস্তুতি নিয়েছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় মামুন হাওলাদারের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।