টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নে নয়াপাড়া গ্রামে খাঁজা মাঈনুদ্দিন চিশতি (র:) এর ৪৯তম ওরশ মাহফিল উদযাপিত হয়েছে। ২৩, ২৪, ২৫ জানুয়ারি এই তিন দিনের অনুষ্ঠান সূচিতে প্রথম দিন ছিল মিলাদ মাহফিল ও তবারক বিতরণ, দ্বিতীয় দিন বাউল গান, পরিবেশন করেন শিল্পী বন্যা সরকার ও লাভলু সরকার। তৃতীয় দিন বাউল গান, পরিবেশন করেন রাণু সরকার ও আল আমিন সরকার। আনাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইমরান হোসেন খান এর সভাপতিত্বে শেষ দিনের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ।
সঞ্চালনায় মোঃ জুলহাস মিয়া, সাধারণ সম্পাদক আনাইতারা ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার সাবেক এমপি এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খন্দকার সালাহ্ উদ্দিন আরিফ সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি, আব্দুল কাদের সিকদার সাবেক সহ-সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি, বাবুল হোসেন বকসী সহ-সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি, এডভোকেট হাবিবুর রহমান সহ-সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি ও আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা, ডিএম শফিকুল ইসলাম ফরিদ সাংগঠনিক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি, মোঃ সহিদুর রহমান মানিক সিনিয়র সদস্য মির্জাপুর উপজেলা বিএনপি, আব্দুল হালিম রাজা নির্বাহী সদস্য মির্জাপুর উপজেলা বিএনপি, সরকার আইয়ুব আলী নির্বাহী সদস্য মির্জাপুর উপজেলা বিএনপি, মির্জা সোহেল রানা নির্বাহী সদস্য মির্জাপুর উপজেলা বিএনপি, মোঃ লোকমান হোসেন নির্বাহী সদস্য মির্জাপুর উপজেলা বিএনপি, মোঃ আবু হানিফ সাবেক সাংগঠনিক সম্পাদক আনাইতারা ইউনিয়ন বিএনপি, মোঃ আমিনুর রহমান সাবেক উপদেষ্টা মির্জাপুর উপজেলা বিএনপি। যুগ যুগ ধরে পালিত খাজা মাঈনুদ্দিন চিশতী (র:) এর এই ওরশকে কেন্দ্র করে প্রতিবছর এখানে ভক্তদের মিলন মেলা বসে। এলাকার প্রতিটি ঘরে ঘরে চলে উৎসবের আমেজ।