সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। রবিবার দুপুর ১টার দিকে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে থেকে বিক্ষোভ মিছিল করে বগুড়া-নগরবাড়ি বিসিক বাসস্ট্যান্ড এলাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। এ সময় মার সাথে তার উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়
তাদের দাবি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা এ অন্দোলন চালিয়ে যাবেন। এ অবরোধ চলাকালে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন মাইসা, হৃদয় সরকার, স্বপন, জাহিদ, সমুদ্র, মেহেদী, মমিন প্রমুখ। বক্তারা বলেন, ২০১৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির বয়স ৮ বছর পাড় হলেও এখনো বিভিন্ন স্থানে ভাড়া ভবনে প্রশাসনিক কাজ ও একাডেমিক পাঠদান চলছে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ও নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর অধ্যয়ন ব্যাহত হচ্ছে। এত পরিমাণ শিক্ষার্থীদের জন্য নাই স্থায়ী ক্যাম্পাস। এর আগের ২ জন ভিসি নানা জটিলতায় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণ কাজ শুরু করতে পারেনি। ফলে শিক্ষার্থীদের আবাসন সংকটসহ প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে। ফলে এ থেকে তারা পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে সকল জটিলতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসন নির্মাণের জোর দাবি জানান। তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসন নির্মাণ না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় শিক্ষার্থীরা জানায় আগামী ২৮শে তারিখে মন্ত্রণালয়ে এ বিষয়ে মিটিং আছে।সেই মিটিংয়ে যদি স্থায়ী ক্যাম্পাসের সিদ্ধান্ত না হয় তাহলে তারা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম হাতে কোন্দল গোল চত্বর মহাসড়ক অবরোধ করে পুরো উত্তরবঙ্গ অচল করা হনে।