পর্দানশীন নারীদের ১৬ বছর যাবত নাগরিকত্ব না দেওয়ার প্রতিবাদে এবং জড়িত স্বৈরাচারদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে মহিলা আনজুমান। সোমবার সকাল ১০:৩০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত শহরের পায়রাচত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তিনটি দাবী উত্থাপণ করা হয়-১. বিগত ১৬ বছর যাবত পর্দানশীল নারীদের মানবাধিকার হরণ করা ইসি কর্মকর্তাদের বিচার করা, ২. পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসীর অধিক্ষার অক্ষুন্ন রেখেই এনআইডি প্রদান করা, ৩. পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা। এসময় বক্তব্য রাখেন আহমদ মানসুরী, আহমদ হুসমাইয়া লাইলী, আহমদ লূতফা প্রমুখ। মানববন্ধনে দাবী দাওয়া সম্বিলিত প্লাকার্ড প্রদর্শন করে এবং স্লোগান দেয়।
শিরোনাম :
পর্দানশীন নারীদের এনআইডি না দেয়ার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
-
কামরুজ্জামান ঝিনাইদহ প্রতিনিধি:
- Update Time : ০৬:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- ৩৩ Time View
Tag :
আলোচিত