রাস্তার উপর পড়ে আছে চশমা। পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাথার মগজ। আছে ছোপ ছোপ রক্তের দাগ। পাশেই পড়েছিল দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল। ঘাতক ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে ট্রাক রেখে চালক পালিয়ে যায়। এ ঘটনায় বড় চাচা আহত হলেও নিহত হয়েছে ভায়ের ছেলে শিশু তাইফুজ্জামান(৯)। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে মেহেরপুর— কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে। তবে ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, মেহেরপুর স্টেডিয়াম পাড়া থেকে চাচা মাসুদুজ্জামান তার ভায়ের ছেলে তাইফুজ্জামানকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দৌলতপুর উপজেলা শহরে যাচ্ছিলেন। শুকুরকান্দি নামক স্থানে পৌছুলে রাস্তার পাশে ইটভাটা থেকে আসা একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় শিশুপুত্র তাইফুজ্জামান। আহত হন চাচা মাসুদুজ্জামান। অবস্থা বেগতিক দেখে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় মাসুদুজ্জামান তার ভায়ের ছেলে তাইফুজ্জামানকে বাঁচাতে একটি সিএনজি করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গাংনীর কুমারীডাঙ্গা ক্যাম্প পুলিশের ইন্চার্জ আবুল খায়ের জানান, তিনি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে জব্দ করেন ও ট্রাকের ড্রাইভারকে আটকের চেষ্টা চালাচ্ছেন।