বান্দরবানের লামা থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৭ জন আসামীকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া ৩টি মোটর সাইকেল উদ্ধার করেছেন। রোববার ২৬ জানুয়ারি লামা থানা কর্তৃক দেয়া প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় লামা-চকরিয়া সড়কে অজ্ঞাতনামা ৪জন মুখোশ পরিহিত ব্যক্তি দুটি মোটর সাইকেল যোগে এসে জাহেদ হাসান নামের এক যুবককে গতিরোধ করে। এসময় মূখোশপরা দুর্বৃত্তরা জাহেদ হাসানকে মোটর সাইকেল হতে নামিয়ে উপর্যুপরি আঘাত করে দা ও কিরিচের ভয় দেখিয়ে তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল, একটি OPPO A95 স্মার্ট ফোন ও বিভিন্ন কাগজপত্রসহ একটি ব্যাগ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে লামা থানায় গত ৪ জানুয়ারি একটি ডাকাতির মামলা রুজু হয়। মামলার তদন্ত এসআই জামিল আহমদ এর উপর অর্পন করা হয়।
পুলিশ প্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে ওই মামলায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা সাত আসামী হলেন,মোঃ খায়রুল আমিন প্র. গুরামনি (২১), জাহিদুল ইসলাম মানিক (২২), মোঃ সালাউদ্দিন (২৫), মোঃ দিদার (২৫), হাবিবুর রহমান প্রকাশ গুটি (২০), আনোয়ার হোসেন (২৫), আবু শরীফ (২২)। তারা সকলেই বান্দরবান জেলার লামা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা।এই মামলার আরেক আসামী পার্শ্ববর্তী লোহাগাড়া থানায় আটক রয়েছে। তাকেও এই মামলায় এরেস্ট দেখানো হয়েছে।পুলিশ আরো জানায়, বাদী জাহেদ হাসানের OPPO A95 মডেলের মোবাইল ফোনটি প্রথমে জব্দ করে। পরে ওই আসামীকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অন্যান্য আসামী গ্রেফতার ও মোটর সাইকেল উদ্ধার করে। এদিকে এই ঘটনায় আদালতে ১৬৪ ধারা মোতাবেক উক্ত মামলার আসামীরা ডাকাতিতে জড়িত মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, আসামীদের হেফাজত থেকে ১টি পালসার ১৫০সিসি, ০১টি সুজুকি জিক্সার, ০১টি ডিসকভারসহ মোট ০৩ (তিন) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।