Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ শহরে জমজমাট স্ট্রিট ফুড ব্যবসা

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

সিরাজগঞ্জ শহরে এস এস রোড মাড়োয়ারি পট্টি সহ বেশ কিছু জায়গায় ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলো মানুষের কাছে দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জমজমাট হয়ে উঠেছে স্ট্রিট ফুডের ব্যবসা।

রাস্তার পাশে ঝকঝকে চকচকে দৃষ্টিনন্দন একেকটি ছোট্ট চাকা-ঘর হয়ে উঠছে মুখরোচক খাবারের কেন্দ্র। তুলনামূলক কম দামে ‘স্ট্রিট ফুড’ খেতে বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ভিড় জমান শিক্ষার্থীসহ ভোজন রসিক মানুষ।

কাঁচঘেরা ছোট্ট ‘স্ট্রিট ফুড’ এর দোকানে হাতে গ্লাভস পরে পরিষ্কার-পরিচ্ছন্নভাবেই পরিবেশন করা হয় খাবার। যেকোনো রেস্টুরেন্ট থেকে অনেক কম দামে চোখের সামনে তৈরি করা মজাদার হরেক রকম খাবার, অপরদিকে এ ব্যবসার সঙ্গে জড়িতরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। ইদানিং এই ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন উচ্চশিক্ষিত তরুণ-তরুণী থেকে শুরু করে অনেকেই।

স্ট্রিট ফুডের কথা বলতেই চিকেন ফ্রাই থেকে শুরু করে পিজ্জা, বার্গার, বাটার, নান, চাপ, চিকেন মমো, চিকেন তান্দুরি মমো, স্যান্ডউইচ, চিকেন রোল, সবই রাস্তার পাশে বিক্রি হচ্ছে। সন্ধ্যার পর চোখে পড়ে স্ট্রিট ফুডের বাহারি ভ্রাম্যমাণ দোকান। কেউ দাঁড়িয়ে কেউবা বসে খাবার খাচ্ছেন, কেউবা আবার অপেক্ষায়।

এছাড়া কম দামে পাওয়া যায় বলে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতা। চিকেন ফ্রাই ৫০ টাকা, বার্গার ৫০ টাকা, চিকেন শর্মা ৫০ টাকা চিকেন চাপ ৫০ টাকা, বাটার নান ২০ টাকা, চিকেন মমো ৬০ টাকা, চিকেন তান্দুরি মমো ৬০ টাকা স্যান্ডউইচ ৬০ টাকা চিকেন রোল ৬০ টাকা এছাড়া বাহারি সব খাবার মেলে স্ট্রিট ফুডের দোকানগুলোতে।

বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি হয় এসব খাবার। শহরে প্রায় ২০ থেকে ২৫ টা দোকানে বিক্রি হয় এসব খাবার, প্রতিদিন প্রায় ৩ লাখ টাকার খাবার বিক্রি হয় এসব দোকানে।

বার্গার এন্ড শর্মা হাউজের স্বত্বাধিকারী জাহিদ হাসান বলেন, প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি হয় এই দোকানে এখন ৮ জন স্টাফ নিয়ে ভালোই চলছে তার ভ্রাম্যমাণ স্ট্রিট ফুড ব্যবসা। খাবার পণ্য ক্রয় ও স্টাফদের হাজিরা দিয়ে দৈনিক ১ হাজার টাকার মতো আয় হয়।

ইয়ামমি ফুডের স্বত্বাধিকারী রায়হান শেখ বলেন, ৬ মাস হলো এখানে ব্যবসা করছি, আমার এই দোকান থেকে প্রতিদিন বিক্রি হয় ১২ থেকে ১৩ হাজার টাকা চারজন কর্মচারী আমার দোকানে কাজ করে, সব খরচ বাদ দিয়ে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকা ইনকাম হয় আমার।

স্ট্রিট ফুড খেতে আসা সাদিক জানান, রেস্টুরেন্টের তুলনায় এখানে দাম কম পাওয়ায় প্রতিনিয়ত আমরা এখানে খেতে আসি।

স্কুলের ছাত্রী রুমঝুম পোদ্দার বলেন, বার্গার, চাপ বেশি পছন্দ করি। দামে কম ও মানেও বেশ ভালো। চোখের সামনে স্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে এসব খাবার। এজন্য খেতে সমস্যা মনে করি না।

রিকশাচালক মোকসেদ বলেন, সারাদিন রিকশা চালাই আর বিকেল হলেই এ দোকানগুলো থেকে অর্ডার নিয়ে বাড়ি বাড়ি হোম ডেলিভারি করি, প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা বাড়তি আয় হয় আমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ

সিরাজগঞ্জ শহরে জমজমাট স্ট্রিট ফুড ব্যবসা

Update Time : ০৬:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

সিরাজগঞ্জ শহরে এস এস রোড মাড়োয়ারি পট্টি সহ বেশ কিছু জায়গায় ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলো মানুষের কাছে দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জমজমাট হয়ে উঠেছে স্ট্রিট ফুডের ব্যবসা।

রাস্তার পাশে ঝকঝকে চকচকে দৃষ্টিনন্দন একেকটি ছোট্ট চাকা-ঘর হয়ে উঠছে মুখরোচক খাবারের কেন্দ্র। তুলনামূলক কম দামে ‘স্ট্রিট ফুড’ খেতে বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ভিড় জমান শিক্ষার্থীসহ ভোজন রসিক মানুষ।

কাঁচঘেরা ছোট্ট ‘স্ট্রিট ফুড’ এর দোকানে হাতে গ্লাভস পরে পরিষ্কার-পরিচ্ছন্নভাবেই পরিবেশন করা হয় খাবার। যেকোনো রেস্টুরেন্ট থেকে অনেক কম দামে চোখের সামনে তৈরি করা মজাদার হরেক রকম খাবার, অপরদিকে এ ব্যবসার সঙ্গে জড়িতরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। ইদানিং এই ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন উচ্চশিক্ষিত তরুণ-তরুণী থেকে শুরু করে অনেকেই।

স্ট্রিট ফুডের কথা বলতেই চিকেন ফ্রাই থেকে শুরু করে পিজ্জা, বার্গার, বাটার, নান, চাপ, চিকেন মমো, চিকেন তান্দুরি মমো, স্যান্ডউইচ, চিকেন রোল, সবই রাস্তার পাশে বিক্রি হচ্ছে। সন্ধ্যার পর চোখে পড়ে স্ট্রিট ফুডের বাহারি ভ্রাম্যমাণ দোকান। কেউ দাঁড়িয়ে কেউবা বসে খাবার খাচ্ছেন, কেউবা আবার অপেক্ষায়।

এছাড়া কম দামে পাওয়া যায় বলে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতা। চিকেন ফ্রাই ৫০ টাকা, বার্গার ৫০ টাকা, চিকেন শর্মা ৫০ টাকা চিকেন চাপ ৫০ টাকা, বাটার নান ২০ টাকা, চিকেন মমো ৬০ টাকা, চিকেন তান্দুরি মমো ৬০ টাকা স্যান্ডউইচ ৬০ টাকা চিকেন রোল ৬০ টাকা এছাড়া বাহারি সব খাবার মেলে স্ট্রিট ফুডের দোকানগুলোতে।

বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি হয় এসব খাবার। শহরে প্রায় ২০ থেকে ২৫ টা দোকানে বিক্রি হয় এসব খাবার, প্রতিদিন প্রায় ৩ লাখ টাকার খাবার বিক্রি হয় এসব দোকানে।

বার্গার এন্ড শর্মা হাউজের স্বত্বাধিকারী জাহিদ হাসান বলেন, প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি হয় এই দোকানে এখন ৮ জন স্টাফ নিয়ে ভালোই চলছে তার ভ্রাম্যমাণ স্ট্রিট ফুড ব্যবসা। খাবার পণ্য ক্রয় ও স্টাফদের হাজিরা দিয়ে দৈনিক ১ হাজার টাকার মতো আয় হয়।

ইয়ামমি ফুডের স্বত্বাধিকারী রায়হান শেখ বলেন, ৬ মাস হলো এখানে ব্যবসা করছি, আমার এই দোকান থেকে প্রতিদিন বিক্রি হয় ১২ থেকে ১৩ হাজার টাকা চারজন কর্মচারী আমার দোকানে কাজ করে, সব খরচ বাদ দিয়ে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ টাকা ইনকাম হয় আমার।

স্ট্রিট ফুড খেতে আসা সাদিক জানান, রেস্টুরেন্টের তুলনায় এখানে দাম কম পাওয়ায় প্রতিনিয়ত আমরা এখানে খেতে আসি।

স্কুলের ছাত্রী রুমঝুম পোদ্দার বলেন, বার্গার, চাপ বেশি পছন্দ করি। দামে কম ও মানেও বেশ ভালো। চোখের সামনে স্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে এসব খাবার। এজন্য খেতে সমস্যা মনে করি না।

রিকশাচালক মোকসেদ বলেন, সারাদিন রিকশা চালাই আর বিকেল হলেই এ দোকানগুলো থেকে অর্ডার নিয়ে বাড়ি বাড়ি হোম ডেলিভারি করি, প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা বাড়তি আয় হয় আমার।