তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দুপুরে কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভুমিকা রাখে এ বিষয়ে উপজেলা প্রশাসন এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেন।
এ বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার সফিপুর ভাষা শহীদ আব্দুল জাব্বার স্কুল এন্ড কলেজ ও আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন। এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়ীত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ। বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহীনুর বেগম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মশিউর রহমানের পরিচালনায় এ বিতর্ক প্রতিযোগীতা আরো উপস্থিত ছিলেন- কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন, সাধারন সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ন সম্পাদক সাগর আহাম্মেদসহ আরো অনেকে। পরে বিজ্ঞ বিচারক মন্ডলীরা বিচারক হিসেবে অত্যান্ত দক্ষতার সাথে বক্তব্য শুনে এবং মূল্যায়ন করে। এ বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ভাষা শহীদ আব্দুল জাব্বার স্কুল এন্ড কলেজ ৫৪.২ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় ও আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ ৫৩.২ পয়েন্ট পেয়ে পরাজিত হয়।