গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দুপুরে অবৈধ একটি মশলার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় অননুমোদিত বিভিন্ন মশলা তৈরির অপরাধে ওই কারখানায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার ফজলুল হকের ছেলে রহুল আমিন দীর্ঘ দিন ধরে অবৈধভাবে আফ্রিধ ফুড প্রোডাক্টস নামে একটি মশলার কারখানায় চালিয়ে আসছিলেন। ওই কারখানায় কেমিক্যাল মিশ্রিত ভিনেগার, কেওড়ার জল, সজচ, বিরিয়ানি মশলাসহ বিভিন্ন ধরণের ফার্স্ট ফুডের উপাদান তৈরি করা হতো। এসব মশলা তৈরিতে বিএসটিআই এর কোনো অনুমোদন নেই। অননুমোদিত ও নিম্নমানের এসব মশলা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই অবৈধ মশলার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। এসময় উপস্থিত ছিলেন – বেঞ্চ সহকারী আতিকুল ইসলাম, পুলিশের এসআই ইউসুফ, বিএসটিআই ফিল্ড অফিসার রিয়াজ হোসেনসহ আরো অনেকে। অভিযান চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ২৭ ধারা মোতাবেক ওই কারখানায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জানান, অননুমোদিত ও নিম্নমানের এসব পণ্য মানবদেহের জন্য ক্ষতিকর। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই কারখানায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।