সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে । ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ইতোমধ্যে ট্রেনের সেই টিকিটে কর্তৃপক্ষের ঘোষণা বিআরটিসি বাসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারছেন যাত্রীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে কমলাপুরের সামনের সড়ক থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাচ্ছে বিআরটিসি বাস। একইভাবে যাদের ট্রেনের টিকিট কাটা আছে তারাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিআরটিসি বাসের মাধ্যমে ঢাকায় আসতে পারছেন বলে জানা গেছে।
কমলাপুর স্টেশনের সামনে দায়িত্ব পালন করা বিআরটিসির এক কর্মকর্তা বলেন, আমরা দেশের বিভিন্ন প্রান্তে চলাচলের জন্য বাসগুলোতে নির্দিষ্ট গন্তব্যের স্টিকার লাগিয়ে দিচ্ছি। যদি রাজশাহীর কোনো যাত্রী থাকে তাহলে তিনি ঢাকা-রাজশাহী লেখা বাসে উঠবেন টিকিট দেখিয়ে। একইভাবে নির্দিষ্ট বাসে গন্তব্যের স্টিকার দেখে সেই যাত্রী বাসে উঠবেন।
এদিকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ ২৮ জানুয়ারি থেকে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলওয়ের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা ট্রেনের টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। একইসঙ্গে উল্লেখিত জায়গাগুলো থেকে বিআরটিসি বাসের মাধ্যমে ঢাকাতেও আসতে পারবেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু রাখবে।