Dhaka ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তিন দিনে কক্সবাজার সৈকতে ৭০টি মা কাছিমের মৃত্যু

তিনদিনে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সমুদ্র সৈকতে ডিম পাড়তে এসে ৭০টি মা কাছিমের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট সাইন্টিফিক কর্মকর্তা মোঃ শিমুল ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, সমুদ্র সৈকতে ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি পর্যন্ত মৃত কাছিমগুলো অলিভ রিডলি প্রজাতির ৭০টি মৃত কাছিম উদ্ধার করা হয়।

এরমধ্যে শুক্রবার টেকনাফ উপকূলে সাবরাং থেকে ১২টি, শনিবার উখিয়ার সোনাপাড়া থেকে ৫০টি ও হিমছড়িতে ৩টি মৃত কাছিম উদ্ধার করা হয়েছে। রোববার সোনারপাড়া বিচে আরও পাঁচটি মৃত কাছিম উদ্ধার করা হয়। যার মধ্যে পুরুষ ও স্ত্রী কাছিম সনাক্ত করা হয় (পুরুষ কাছিমের লেজ/টেইল স্ত্রী কাছিমের চেয়ে লম্বা হয়।মোঃ শিমুল ভূঁইয়া জানান, মৃত কাছিমের কার্ব কেরাপেস লেন্থ ও কার্ব কেরাপেস ওয়াইডথ মাপা হয়। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মৃত কাছিমগুলো বালি চাপা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

তিন দিনে কক্সবাজার সৈকতে ৭০টি মা কাছিমের মৃত্যু

Update Time : ০৩:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

তিনদিনে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সমুদ্র সৈকতে ডিম পাড়তে এসে ৭০টি মা কাছিমের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট সাইন্টিফিক কর্মকর্তা মোঃ শিমুল ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, সমুদ্র সৈকতে ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি পর্যন্ত মৃত কাছিমগুলো অলিভ রিডলি প্রজাতির ৭০টি মৃত কাছিম উদ্ধার করা হয়।

এরমধ্যে শুক্রবার টেকনাফ উপকূলে সাবরাং থেকে ১২টি, শনিবার উখিয়ার সোনাপাড়া থেকে ৫০টি ও হিমছড়িতে ৩টি মৃত কাছিম উদ্ধার করা হয়েছে। রোববার সোনারপাড়া বিচে আরও পাঁচটি মৃত কাছিম উদ্ধার করা হয়। যার মধ্যে পুরুষ ও স্ত্রী কাছিম সনাক্ত করা হয় (পুরুষ কাছিমের লেজ/টেইল স্ত্রী কাছিমের চেয়ে লম্বা হয়।মোঃ শিমুল ভূঁইয়া জানান, মৃত কাছিমের কার্ব কেরাপেস লেন্থ ও কার্ব কেরাপেস ওয়াইডথ মাপা হয়। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মৃত কাছিমগুলো বালি চাপা দেওয়া হয়েছে।