বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতিতে ওভারটেকিং করার সময় দুটি ট্রাকের সংঘর্ষে রাজু আহমেদ (৫০) নামের এক হেলপার নিহত হয়েছে। সে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কবতপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেকিং করার চেষ্টা করছিল। এসময় পিছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পিছনে প্রচন্ড গতিতে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চালকের বেপরোয়া ড্রাইভিং এবং সড়কে ওভারটেক করার অসতর্কতাই এই দূর্ঘটনার মূল কারণ। দূর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।