বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করবে বলে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে রাষ্ট্র মেরামতে ৩১ দফা জনসম্পৃক্তি প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা জানান।
তারেক রহমান বলেছেন,বিএনপির সরকার গঠনের সম্ভাবনা সব থেকে বেশি। মানুষের সেই আস্থা আছে। কেউ যদি সেই আস্থা নষ্ট করে, বিএনপি তাকে টানতে পারবে না। জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে।’
ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন,জলবায়ু পরিবর্তনে বড় প্রভাব পড়েছে বাংলাদেশে। পরিবেশ রক্ষায় পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। যা সুন্দরবন রক্ষায় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন,ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় না, আমাদের পরিচয় বাংলাদেশি। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে সব পরিবারের জন্য বিশেষ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। এসব ফ্যামিলি কার্ড হবে পরিবারের নারীদের নামে। যা তারা তাদের সন্তানদের পড়াশোনা ও স্বাস্থ্য সেবায় ব্যবহার করতে পারবেন।
তারেক রহমান বলেন,দেশের মানুষকে মুক্তি দিতে হলে, দুটি বিষয় নিশ্চিত করতে হবে। একটা রাজনৈতিক অধিকার, আরেকটা সব শ্রেণির মানুষের অর্থনৈতিক অধিকার। এটা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে। আর জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু প্রমুখ।