ভারতের বেঙ্গালুরুতে পাশবিক নির্যাতনের পর বাংলাদেশী নারীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখা। মঙ্গলবার (২৮ জানুয়ারি বেলা বারোটায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল থেকে ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান তোলা হয়।
বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গির মোড়ে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, মুখ্য সংগঠক রাকিবুল ইসলাম , সদস্য সচিব রাতুল হোসেন, মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মামুন, রাকিবুল ইসলাম, গণঅধিকার পরিষদের প্রতিনিধি মোঃ মহসিন, ছাত্র শিবিরের সরকারি কলেজ শাখার সভাপতি মাহাদি বিন কামালসহ অন্যরা। সভা থেকে জানানো হয়, ভারতীয় আগ্রাসন প্রতিরোধে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল দেশপ্রেমিক জনগণ এখন ঐক্যবদ্ধ। একই সাথে সভায় পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবি জানানো হয়।