মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও এজি একাডেমী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতত হয়। সোমবার দিনব্যাপী এ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) মোঃ রোকনুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়ার্দার। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদেন মাঝে পুরস্কার বিতরণ করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
একই দিনে মাগুরা এজি একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন মাগুরার জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতাথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমীর এমবি বাকের জেণা শিক্ষা অফিসার আফিসার আলমগীর কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকার ওপর জোর দেন এবং তাদের সাফল্যের জন্য অনুপ্রেরণা প্রদান করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা, মনোবল এবং প্রতিভা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও শাণিত করবে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে তিনি পুরস্কার বিতরণ।