স্থায়ী ক্যাম্পাসের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজও সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে বারটার দিকে মহাসড়কের বিসিক বাসষ্ট্যান্ডে এই অবরোধ করা হয়। এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে একাডেমিক ভবন-৩ থেকে। ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহন করে উপজেলাটির অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। মহাসড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন গ্রাফিতি আকেন ও নানা শ্লোগান দেন।
বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা অতিদ্রুত অর্থ বরাদ্দ ও নির্মান কাজ শুরুর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হয়।