বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেফতার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র বিশাল হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ও আত্মগোপনে ছিলেন। সাবেক মেয়র মোস্তাকসহ প্রকৃত আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সে জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। এ অবস্থায় জয়পুরহাটের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বুধবার বেলা ১১ টায় মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা থেকে জয়পুরহাট আনার জন্য জয়পুরহাট ডিবি পুলিশের একটি টীম ইতোমধ্যে রওনা দিয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।