Dhaka ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে উদযাপিত হল ‘কমনওয়েলথ স্কলার্স ওয়েলকাম হোম’

  • ডেক্স নিউজ:
  • Update Time : ০৪:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৫৪ Time View

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে আসা কমনওয়েলথ স্কলারদের সাফল্য উদযাপনে ‘কমনওয়েলথ স্কলার্স ওয়েলকাম হোম’ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। গতকাল (২৮ জানুয়ারি) ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কলারদের পাশাপাশি ব্রিটিশ হাই কমিশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্ক্লারস অ্যান্ড ফেলোসের (বিএসিএসএএফ) প্রতিনিধিরা এবং সম্মানিত বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএসিএসএএফ -এর সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন খানের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। তিনি বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ স্কলারদের উল্লেখযোগ্য অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক মোজাম্মেল মিয়া এবং সদ্য স্নাতক সম্পন্ন করা মধুরিমা সাহা যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। আলোচনায় তারা ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাজ্যে তাদের শিক্ষার প্রভাব তুলে ধরেন। মেধাবী ও সম্ভাবনায় সকল স্কলার যারা যুক্তরাজ্যে তাদের শিক্ষাগ্রহণ শেষ করে বাংলাদেশে ফিরে এসেছেন, যুক্তরাজ্যে তারা যে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন তার মাধ্যমে তারা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও টেকসই উন্নয়নের মতো খাতে অবদান রাখবেন।

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস তার বক্তব্যে বলেন, “শিক্ষাগত ক্ষেত্রে যুক্তরাজ্যে গিয়ে এ অনন্য অর্জনের ক্ষেত্রে আপনাদের নিষ্ঠা ও অঙ্গীকার সত্যিকার অর্থেই অনুপ্রেরণাদায়ক। আমাদের প্রত্যাশা, আপনারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্ক্লারস অ্যান্ড ফেলোসের (বিএসিএসএএফ) -এর সাথে যুক্ত থাকবেন এবং এ নেটওয়ার্কের মাধ্যমে আপনারা আপনাদের অভিজ্ঞতা, সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্যক ধারণা এবং অবদান সবার সাথে শেয়ার করবেন। আমার বিশ্বাস, আপনাদের কাজ বাংলাদেশের উন্নয়নে ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ক্লেফস মিউজিক ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও কমনওয়েলথ স্কলার ইশরার হাবিব ঐতিহ্যবাহী এবং আধুনিক সঙ্গীত পরিবেশন করেন। তার পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে কমনওয়েলথ স্কলারদের বিএসিএসএএফ-এর কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিএসিএসএএফ সভাপতি বোরহান উদ্দিন খান কমনওয়েলথ অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক ও সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে সংগঠনটির লক্ষ্য সবার সামনে তুলে ধরেন।

ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করতে আয়োজিত নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনটি শেষ হয়। সেশনে এ নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। ‘ওয়েলকাম হোম’ অনুষ্ঠানটি স্কলারদের অ্যাকাডেমিক সাফল্য উদযাপনের পাশাপাশি একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কের ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছে যা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অর্থবহ অবদান রাখতে প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে উদযাপিত হল ‘কমনওয়েলথ স্কলার্স ওয়েলকাম হোম’

Update Time : ০৪:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে আসা কমনওয়েলথ স্কলারদের সাফল্য উদযাপনে ‘কমনওয়েলথ স্কলার্স ওয়েলকাম হোম’ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। গতকাল (২৮ জানুয়ারি) ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কলারদের পাশাপাশি ব্রিটিশ হাই কমিশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্ক্লারস অ্যান্ড ফেলোসের (বিএসিএসএএফ) প্রতিনিধিরা এবং সম্মানিত বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএসিএসএএফ -এর সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন খানের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। তিনি বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ স্কলারদের উল্লেখযোগ্য অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক মোজাম্মেল মিয়া এবং সদ্য স্নাতক সম্পন্ন করা মধুরিমা সাহা যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। আলোচনায় তারা ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাজ্যে তাদের শিক্ষার প্রভাব তুলে ধরেন। মেধাবী ও সম্ভাবনায় সকল স্কলার যারা যুক্তরাজ্যে তাদের শিক্ষাগ্রহণ শেষ করে বাংলাদেশে ফিরে এসেছেন, যুক্তরাজ্যে তারা যে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন তার মাধ্যমে তারা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও টেকসই উন্নয়নের মতো খাতে অবদান রাখবেন।

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস তার বক্তব্যে বলেন, “শিক্ষাগত ক্ষেত্রে যুক্তরাজ্যে গিয়ে এ অনন্য অর্জনের ক্ষেত্রে আপনাদের নিষ্ঠা ও অঙ্গীকার সত্যিকার অর্থেই অনুপ্রেরণাদায়ক। আমাদের প্রত্যাশা, আপনারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্ক্লারস অ্যান্ড ফেলোসের (বিএসিএসএএফ) -এর সাথে যুক্ত থাকবেন এবং এ নেটওয়ার্কের মাধ্যমে আপনারা আপনাদের অভিজ্ঞতা, সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্যক ধারণা এবং অবদান সবার সাথে শেয়ার করবেন। আমার বিশ্বাস, আপনাদের কাজ বাংলাদেশের উন্নয়নে ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ক্লেফস মিউজিক ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও কমনওয়েলথ স্কলার ইশরার হাবিব ঐতিহ্যবাহী এবং আধুনিক সঙ্গীত পরিবেশন করেন। তার পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে কমনওয়েলথ স্কলারদের বিএসিএসএএফ-এর কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিএসিএসএএফ সভাপতি বোরহান উদ্দিন খান কমনওয়েলথ অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক ও সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে সংগঠনটির লক্ষ্য সবার সামনে তুলে ধরেন।

ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করতে আয়োজিত নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনটি শেষ হয়। সেশনে এ নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। ‘ওয়েলকাম হোম’ অনুষ্ঠানটি স্কলারদের অ্যাকাডেমিক সাফল্য উদযাপনের পাশাপাশি একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কের ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছে যা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অর্থবহ অবদান রাখতে প্রস্তুত।