Dhaka ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে যশোরের গণগবেষণা দলের শিক্ষা সফর

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কাজ করে যশোরের গণগবেষণা দলে শিক্ষা।উন্নয়ন ও গবেষণা নিয়ে কর্মরত রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে যশোরের গণগবেষণা দলের ৭ জন জন প্রতিনিধি রাজশাহীর গোদাগাড়ীর ২৮ ও ২৯ জানুয়ারী রিশিকুল ইউনিয়নের মান্ডইল ও তালাই কুন্দলিয়া, মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার ও আদাড়পাড়া, পাকড়ী ইউনিয়নের পাকড়ী জাওইপাড়া এবং দেওপাড়া ইউনিয়নের জীওলমারী গ্রামে গঠিত গণগবেষণা দলগুলো পরিদর্শন করে সামাজিক সমস্যাবলী চিহ্নিতকরণ ও নিরসনের নানা উপায় নিয়ে মত বিনিময় করেন। উল্লেখ্য, রিইব-এর বর্তমান প্রকল্পটি যশোর সদরের ৪টি ইউনিয়ন ও রাজশাহীর গোদাগাড়ীর ৪টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে আদিবাসী, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন তাদের জীবনমানের উন্নয়নে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। সফরকারী দলে ছিলেন মিনা বিশ^াস, চৈতন্য দাস, পলাশ পাল, লিলি বিশ^াস, ঝর্ণা রায়, শিখা দাস ও সেজুতি মণ্ডলএবং স্বাগতিক দলে ছিলের লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। উল্লেখ্য, রাজশাহীর ৭ জন গণগবেষক ইতোপূর্বে যশোরের মাঠ পরিদর্শন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

গোদাগাড়ীতে যশোরের গণগবেষণা দলের শিক্ষা সফর

Update Time : ০৫:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কাজ করে যশোরের গণগবেষণা দলে শিক্ষা।উন্নয়ন ও গবেষণা নিয়ে কর্মরত রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে যশোরের গণগবেষণা দলের ৭ জন জন প্রতিনিধি রাজশাহীর গোদাগাড়ীর ২৮ ও ২৯ জানুয়ারী রিশিকুল ইউনিয়নের মান্ডইল ও তালাই কুন্দলিয়া, মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার ও আদাড়পাড়া, পাকড়ী ইউনিয়নের পাকড়ী জাওইপাড়া এবং দেওপাড়া ইউনিয়নের জীওলমারী গ্রামে গঠিত গণগবেষণা দলগুলো পরিদর্শন করে সামাজিক সমস্যাবলী চিহ্নিতকরণ ও নিরসনের নানা উপায় নিয়ে মত বিনিময় করেন। উল্লেখ্য, রিইব-এর বর্তমান প্রকল্পটি যশোর সদরের ৪টি ইউনিয়ন ও রাজশাহীর গোদাগাড়ীর ৪টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে আদিবাসী, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন তাদের জীবনমানের উন্নয়নে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। সফরকারী দলে ছিলেন মিনা বিশ^াস, চৈতন্য দাস, পলাশ পাল, লিলি বিশ^াস, ঝর্ণা রায়, শিখা দাস ও সেজুতি মণ্ডলএবং স্বাগতিক দলে ছিলের লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। উল্লেখ্য, রাজশাহীর ৭ জন গণগবেষক ইতোপূর্বে যশোরের মাঠ পরিদর্শন করে।