Dhaka ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবীতে সৈয়দপুরে ফল ব্যবসায়িদের মানববন্ধন

oppo_2

আমদানি করা ফলমূলের উপর রাজস্ব বোর্ড ১৩৬ শতাংশ শুল্ক বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সৈয়দপুরের পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শহরের পাঁচমাথা মোড়ে বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইম্পোর্টার্স এসোসিয়েশনের ব্যানারে সৈয়দপুরের দুই শতাধিক ফল ব্যবসায়ি ওই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইমপোর্টার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সভাপতি বিক্রমপুর ফল ভান্ডারের স্বত্বাধিকারী মো. শাহ আলম। বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিসমিল্লাহ ফল ভান্ডারের স্বত্বাধিকারী আলহাজ্ব বাদশা মিয়া, ব্যবসায়ী জানে আলম, মিজানুর রহমান,জিকরুল হোসেন জয় ও জনি প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ৬০-৬৫ ভাগ ফল বিদেশ থেকে আমদানি করে জনগনের চাহিদা পূরণ করা হয়। এ ব্যবসার সাথে সারাদেশে ৩০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ফল আমদানির মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অথচ জাতীয় রাজস্ব বোর্ড আমদানি করা ফলমূলের ওপর শুল্ক বৃদ্ধি করায় আমাদের ব্যবসা বন্ধ করার চেষ্টা করছেন। সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে এ ব্যবসার সাথে জড়িত লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। তারা বলেন, আমদানি করা ফলের উপর শুল্ক না কমালে ফলের ব্যবসাই বন্ধ করে দিতে হবে। আর এই সুযোগ কাজে লাগাবে চোরাচালানিরা। তারা অবৈধ ভাবে চোরাই পথে বিপুল পরিমাণ ফল আমদানি করবে।এতে মোটা অংকের রাজস্ব হারাবে সরকার। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত শুল্ক প্রত্যাহার না করলে ৪ ফেব্রুয়ারী থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সকল স্হলও নদীবন্দর থেকে আমদানি করা তাজা ফল খালাস বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ার সংকেত দেন বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েব সাইটে প্রকাশ

বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবীতে সৈয়দপুরে ফল ব্যবসায়িদের মানববন্ধন

Update Time : ০২:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

আমদানি করা ফলমূলের উপর রাজস্ব বোর্ড ১৩৬ শতাংশ শুল্ক বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সৈয়দপুরের পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শহরের পাঁচমাথা মোড়ে বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইম্পোর্টার্স এসোসিয়েশনের ব্যানারে সৈয়দপুরের দুই শতাধিক ফল ব্যবসায়ি ওই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস্ ইমপোর্টার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সভাপতি বিক্রমপুর ফল ভান্ডারের স্বত্বাধিকারী মো. শাহ আলম। বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও সৈয়দপুর পাইকারি ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিসমিল্লাহ ফল ভান্ডারের স্বত্বাধিকারী আলহাজ্ব বাদশা মিয়া, ব্যবসায়ী জানে আলম, মিজানুর রহমান,জিকরুল হোসেন জয় ও জনি প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ৬০-৬৫ ভাগ ফল বিদেশ থেকে আমদানি করে জনগনের চাহিদা পূরণ করা হয়। এ ব্যবসার সাথে সারাদেশে ৩০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ফল আমদানির মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অথচ জাতীয় রাজস্ব বোর্ড আমদানি করা ফলমূলের ওপর শুল্ক বৃদ্ধি করায় আমাদের ব্যবসা বন্ধ করার চেষ্টা করছেন। সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে এ ব্যবসার সাথে জড়িত লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। তারা বলেন, আমদানি করা ফলের উপর শুল্ক না কমালে ফলের ব্যবসাই বন্ধ করে দিতে হবে। আর এই সুযোগ কাজে লাগাবে চোরাচালানিরা। তারা অবৈধ ভাবে চোরাই পথে বিপুল পরিমাণ ফল আমদানি করবে।এতে মোটা অংকের রাজস্ব হারাবে সরকার। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত শুল্ক প্রত্যাহার না করলে ৪ ফেব্রুয়ারী থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সকল স্হলও নদীবন্দর থেকে আমদানি করা তাজা ফল খালাস বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ার সংকেত দেন বক্তারা।