বাংলাদেশ সময় আজ ভোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের নারীরা যখন ২০১ রানের পাহাড় গড়ল, তখনই ম্যাচের ফলাফল মোটামুটি ঠিক হয়ে যায়। পরাজয়ের ব্যবধান কত হয়, সেটিই ছিল কৌতুহলের বিষয়।
নিগার সুলতান জ্যোতির দল হারল বড় ব্যবধানেই। ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ থামে ৯ উইকেটে ৯৫ রান করে। হার ১০৬ রানের। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ক্যারিবিয়ানরা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোনো দল ২০০ রান ছাড়াল। এর আগে, টাইগ্রেসদের বিপক্ষে সর্বোচ্চ ১৮৯ রান করেছিল অস্ট্রেলিয়া, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টিতে এত বড় হারও বাংলাদেশের জন্য এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড। এর চেয়ে বড় ব্যবধানে আর একবারই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। ২০২২ সালে নিউজিল্যান্ডের কাছে ১৩২ রানে হারে বাংলাদেশ।