Dhaka ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে তরুণী ধর্ষণের দায়ে ট্রাক চালকের আমৃত্যু কারাদন্ড 

সিরাজগঞ্জে এক তরুণী (২০) যাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সোহেল রানা (৩৬) নামে চালককে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ দন্ড দেন। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত মো. সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মো. মনসুর আলীর ছেলে। নির্যাতিত তরুণী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা মধ্যপাড়া গ্রামের মো. আলতাফ হোসেন খানের মেয়ে। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় সারাদেশে যান চলাচল বন্ধ ছিল। ওই বছর ২২ জুন বিকেলে গাজীপুরের চন্দ্ৰা থেকে দুজন পুরুষ ও একজন তরুণী যাত্রী নিয়ে চালক সোহেল রানা এবং হেলপার ওহাব শেখ বগুড়া যাচ্ছিলেন। তারা সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছলে ট্রাক নষ্ট হয়ে গেছে এমন কথা বলে ট্রাকটি থামায় এবং বলে সারতে সময় লাগবে। তখন পুরুষ দুই যাত্রী ট্রাক থেকে নেমে যায়। এরপরই সোহেল রানা ও ওই তরুণীকে কেবিনের ভেতরে রেখে দরজা বন্ধ করে দেয় হেলপার। কেবিনের ভেতরেই সোহেল রানা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। তার চিৎকারে বাইরে থাকা যাত্রীরা ট্রাকের বিষয়টি টের পেয়ে ট্রাকের কাছে এসে মোবাইলে ভিডিওটি ধারণ করেন। টের পেয়ে চালক ও হেলপার ওই দুই যাত্রীকে রেখেই ট্রাক নিয়ে বগুড়ার দিকে চলে যায়। এ সময় ইউনুস আলী সুমন ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ দ্রুত কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে চালক-হেলপারকে আটক এবং ধর্ষিতা তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতা তরুণীর বাবা বাদী হয়ে ২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর ট্রাকচালক সোহেল রানা ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। তদন্ত শেষে পুলিশ দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা দেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

সিরাজগঞ্জে তরুণী ধর্ষণের দায়ে ট্রাক চালকের আমৃত্যু কারাদন্ড 

Update Time : ১০:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
সিরাজগঞ্জে এক তরুণী (২০) যাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সোহেল রানা (৩৬) নামে চালককে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ দন্ড দেন। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত মো. সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মো. মনসুর আলীর ছেলে। নির্যাতিত তরুণী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা মধ্যপাড়া গ্রামের মো. আলতাফ হোসেন খানের মেয়ে। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় সারাদেশে যান চলাচল বন্ধ ছিল। ওই বছর ২২ জুন বিকেলে গাজীপুরের চন্দ্ৰা থেকে দুজন পুরুষ ও একজন তরুণী যাত্রী নিয়ে চালক সোহেল রানা এবং হেলপার ওহাব শেখ বগুড়া যাচ্ছিলেন। তারা সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছলে ট্রাক নষ্ট হয়ে গেছে এমন কথা বলে ট্রাকটি থামায় এবং বলে সারতে সময় লাগবে। তখন পুরুষ দুই যাত্রী ট্রাক থেকে নেমে যায়। এরপরই সোহেল রানা ও ওই তরুণীকে কেবিনের ভেতরে রেখে দরজা বন্ধ করে দেয় হেলপার। কেবিনের ভেতরেই সোহেল রানা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। তার চিৎকারে বাইরে থাকা যাত্রীরা ট্রাকের বিষয়টি টের পেয়ে ট্রাকের কাছে এসে মোবাইলে ভিডিওটি ধারণ করেন। টের পেয়ে চালক ও হেলপার ওই দুই যাত্রীকে রেখেই ট্রাক নিয়ে বগুড়ার দিকে চলে যায়। এ সময় ইউনুস আলী সুমন ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ দ্রুত কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে চালক-হেলপারকে আটক এবং ধর্ষিতা তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতা তরুণীর বাবা বাদী হয়ে ২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর ট্রাকচালক সোহেল রানা ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। তদন্ত শেষে পুলিশ দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা দেন।