সৈয়দপুরের চার ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের জোবায়ের হাসান এর আল মদিনা ব্রিকস, নুর আলম এর এনএসবি ব্রিকস, এমদাদুল হকের জেড স্টার ব্রিকস ও অহেদুল হক এর এ স্টার ব্রিকসয়ে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ।
অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা করায় মদিনা ব্রিকসকে ১লাখ, এনএসবি ব্রিকসকে ৫০হাজার, জেড স্টার ব্রিকসকে ১লাখ ও এ স্টার ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
নীলফামারীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল আল মামুন জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। বৈধ কাগজ পত্র বিহিন প্রতিটি ইট ভাটাতেই অভিযোগ চালানো হবে।