কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান সড়কের পাশে মাছের ঘেরে পড়ে চালক হরমত আলী (৩৫) নিহত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী পুরাতন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা দুইটার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মাছের ঘেরে উল্টে থাকা কাভার্ডভ্যানের ভেতর থেকে মৃত অবস্থায় চালককে উদ্ধার করে। চালক হরমত আলীর বাড়ি ময়মনসিংহ জেলায় ও আহত হেলপার দিলহাজ উদ্দিনের (২৩) বাড়ি ভোলা জেলায়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন বলেন, কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মৎস্যঘেরে পড়ে উল্টে যায়। এর সামনের অর্ধেক অংশ পানিতে ডুবে থাকে। এসময় চালক ও হেলপার দুইজনই আটকা পড়েন। পরে হেলপার বের হতে পারলেও চালক আটকা পড়ে মারা যায়। গাড়ি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।