Dhaka ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নারীদের ফুটবল খেলা পণ্ডের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল টিমের খেলা নিয়ে আপত্তি তুলে মাঠের টিনের বেড়া ভাঙচুর করায় খেলা পণ্ডের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে। আর অন্য চারজন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান ও আক্কেলপুরের ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদকে সদস্য করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় ‍ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসুল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদ্রাসার ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ ঘটনাটি দেশব্যাপী বেশ আলোচিত হয়। ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে ডিসি বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে এক মিটিং করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক আগামী ২ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ঘটনার কারণসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী রোববারের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো কোন চিঠি হাতে পাইনি। তবে এটি নিউজে দেখেছি। নির্দেশনা আসলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

উল্লেখ্য, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। সেখানে দীর্ঘদিন ধরে ফুটবল খেলা চলছিল। খেলা দেখার জন্য টিকিট চালু করা হয়েছিল। প্রতিটি ম্যাচে মাটিতে বসে ৩০ টাকা ও চেয়ারে বসে ৫০ থেকে ৭০ টাকা নেওয়া হচ্ছিল। সম্প্রতি ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে আক্কেলপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়েছিলেন। ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

জয়পুরহাটে নারীদের ফুটবল খেলা পণ্ডের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

Update Time : ০৯:০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল টিমের খেলা নিয়ে আপত্তি তুলে মাঠের টিনের বেড়া ভাঙচুর করায় খেলা পণ্ডের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে। আর অন্য চারজন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান ও আক্কেলপুরের ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদকে সদস্য করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় ‍ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসুল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদ্রাসার ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ ঘটনাটি দেশব্যাপী বেশ আলোচিত হয়। ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে ডিসি বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে এক মিটিং করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক আগামী ২ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ঘটনার কারণসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী রোববারের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো কোন চিঠি হাতে পাইনি। তবে এটি নিউজে দেখেছি। নির্দেশনা আসলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

উল্লেখ্য, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। সেখানে দীর্ঘদিন ধরে ফুটবল খেলা চলছিল। খেলা দেখার জন্য টিকিট চালু করা হয়েছিল। প্রতিটি ম্যাচে মাটিতে বসে ৩০ টাকা ও চেয়ারে বসে ৫০ থেকে ৭০ টাকা নেওয়া হচ্ছিল। সম্প্রতি ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে আক্কেলপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়েছিলেন। ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।