Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব টঙ্গীর তুরাগ তীরে চলছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। এতে অংশ নিতে ইতোমধ্যে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন লাখো মুসল্লি।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক সঙ্গে জুমার নামাজ পড়বেন ইজতেমায় অংশ নেওয়া এসব মুসল্লি। আর ইজতেমা ঘিরে বাড়তি সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আজ বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে।

তিনি আরও জানান, ময়দানে এসেছেন ৪১টি জেলার মুসল্লি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২ ফেব্রুয়ারি শেষ হবে প্রথমপর্ব।

জানা যায়, এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। এছাড়া, দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

২০১৮ সালে মাওলানা সাদপন্থি ও মাওলানা জোবায়ের পন্থিদের সঙ্গে সংঘর্ষের পর থেকে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। কিন্তু এবার প্রথম ২ পর্বে ইজতেমা করবে মাওলানা জোবায়েরপন্থিরা এবং শেষ পর্বে অংশ নেবেন সাদপন্থিরা। তবে তাবলিগের সাধারণ সাথীরা চায় দুইপক্ষ মিলে একবারই হোক টঙ্গীর তুরাগ তীরের এই জমায়েত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

Update Time : ০৯:১৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব টঙ্গীর তুরাগ তীরে চলছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। এতে অংশ নিতে ইতোমধ্যে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন লাখো মুসল্লি।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক সঙ্গে জুমার নামাজ পড়বেন ইজতেমায় অংশ নেওয়া এসব মুসল্লি। আর ইজতেমা ঘিরে বাড়তি সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আজ বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে।

তিনি আরও জানান, ময়দানে এসেছেন ৪১টি জেলার মুসল্লি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২ ফেব্রুয়ারি শেষ হবে প্রথমপর্ব।

জানা যায়, এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। এছাড়া, দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

২০১৮ সালে মাওলানা সাদপন্থি ও মাওলানা জোবায়ের পন্থিদের সঙ্গে সংঘর্ষের পর থেকে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। কিন্তু এবার প্রথম ২ পর্বে ইজতেমা করবে মাওলানা জোবায়েরপন্থিরা এবং শেষ পর্বে অংশ নেবেন সাদপন্থিরা। তবে তাবলিগের সাধারণ সাথীরা চায় দুইপক্ষ মিলে একবারই হোক টঙ্গীর তুরাগ তীরের এই জমায়েত।