নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম এর বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ৩০ জানুয়ারি রাতের দিকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন নওগাঁর ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ আবদুল আউয়াল ও আজনদশুক্রবার সকালে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, ডিবি পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম এর বাসার সামনে কড়া নিরাপত্তা প্রদান করা হয়েছে। নওগাঁর ডিসি মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা কাজ করছেন।