বঙ্গবন্ধু ডিজিটাল বিশ^বিদ্যালয়ের কার্যক্রমের ছয় বছর পেরিয়ে গেলেও এখনো ভাড়া ভবনে চলছে শিক্ষা ব্যবস্থা। ওই ভাড়া ভবন ছেড়ে এবার দ্রুত স্থায়ী ভবন চান দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর নাম পরিবর্তন ও স্থায়ী ভবনের দাবীতেগাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
এলাকাবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরিবহন শ্রমিক-যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০১৬ সালে কালিয়াকৈর পৌরসভার মাকিষবাথান এলাকায় প্রায় ৫০ একর জমি উপর বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আইন প্রণয়ন করে তৎকালিন আওয়ামী সরকার। এরপর ২০১৯ সালের মার্চ থেকে ওই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ভবন নির্মাণ হয়নি। এটা দেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় হয়েও ভাড়া
ভবনে চলানো হচ্ছে প্রশাসনিক আর শিক্ষাকার্যক্রম। গত ৫ জুলাইয়ের পর ওই বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর নামটি পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার দাবীতে বিভিন্ন কর্মসূচী দেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় তারা বৃহস্পতিবার সকালে উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। ওই মহাসড়ক অবরোধ রেখে বিডিইউ থেকে বঙ্গবন্ধুর নাম পরিবর্তন ও স্থায়ী ক্যাম্পাসের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে তারা মহাসড়ক থেকে সরে গেলে দুপুরের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানান, অতিদ্রুত বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করা হোক। দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেলেও এখনো নিজেস্ব কোনো ভবন নেই। বঙ্গবন্ধুর নাম পরিবর্তন ও স্থায়ী ভবনের দাবীতে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। এর ধারাবাহিকতায় মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করা হয়েছে। আগামী শনিবারের মধ্যে বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করা না হলে আগামী রোববার থেকে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, এসব বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছেন। তবে কোনো কর্মসূচী দিয়ে মহাসড়কে না উঠার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।