বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু গ্রামের একটি বাড়িতে পড়ল মিয়ানমার থেকে উড়ে আসা একটি বুলেট। বুলেটটি স্থানীয় এক গণমাধ্যমকর্মীর বাড়ির টিন ও সিলিং ভেদ করে ভেতরে পড়ে। এতে আতংকিত হয়ে পড়ে পুরো পরিবার।পরিবারের কর্তা মোহাম্মদুল হাসান বলেন, বৃহস্পতিবার বুলেটটি তার বাড়িতে এসে পড়ে রাত সাড়ে ১২ টায়। তখন তারা ঘুমিয়ে ছিলেন। তখনও মিয়ানমার সীমান্তের ওপারে প্রচন্ড গোলাগুলি চলছিল। তার ধারণা অন্যত্রও এ ধরণের বুলেটের খোসা পড়তে পারে।তিনি আরো বলেন, মূলত গোলাগুলি হয় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামের ওপারে মিয়ানমারের উত্তর-পশ্চিম রাখাইনের তুমব্রু রাইট ক্যাম্প ( এএ) সীমান্ত পয়েন্টে। এটি সীমান্তের ৩৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা।এবিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মিয়ানমারের অভ্যন্তরে তাদের নিজেদের গ্রুপের সঙ্গে গোলাগুলি হয়। এর একটি গুলি আমাদের বাংলাদেশ অভ্যন্তরে এসে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সীমান্ত অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কাজ করছে৷
শিরোনাম :
মিয়ানমারের গুলি এসে পড়ল ঘুমধুমের এক বাড়িতে
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ০৯:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- ২৭ Time View
Tag :
আলোচিত