দু’গ্রুপের বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন মুন্সিগঞ্জের কালীরচর সংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে কিবরিয়া ও কানা জহির গ্রুপের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে দুই গ্রুপের বিরুদ্ধে বালুদস্যুতা ও ডাকাতির।
নিহত রিফাত (২৬) উত্তর মতলব ও রাসেল ফকির (২৮) মুন্সিগঞ্জ সদর উপজেলার ভাসানচরের বাসিন্দা। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনার নৌ-পথের নিয়ন্ত্রণ ও বালু উত্তোলন নিয়ে কিবরিয়া ও কানা জহির দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিরচর সংলগ্ন নদীতে কানা জহিরের লোকজন নদীতে অবস্থানকালে কিবরিয়া পক্ষের লোকজন স্পিডবোটযোগে তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন তিনজন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, রাত ৮টার দিকেই তিনজন গুলিবিদ্ধ অবস্থায় আসে। এর মধ্যে দুইজন নিহত হয়েছেন আর আরেকজন গুলিবিদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম এ বিষয়ে বলেন, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে রিফাত ও রাসেল নামে দুইজন মারা গেছেন। আহত ব্যক্তির বরাত দিয়ে তিনি জানান, বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।