Dhaka ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করে তার ১৫ দিনের রিমান্ডে আবেদন করে। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নুরুজ্জামান আহমেদকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি রংপুরে তার ছোট ভাইয়ের বাসায় আছেন। বাড়িটি রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত। পরে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। এরপর তাকে গ্রেপ্তার করে।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী।

গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের একাধিকবার এমপি ছিলেন।

নুরুজ্জামান আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে দুই দফা প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গতবছর জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলেও মন্ত্রিত্ব পাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

জন দেখেছেন : ১২:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করে তার ১৫ দিনের রিমান্ডে আবেদন করে। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নুরুজ্জামান আহমেদকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি রংপুরে তার ছোট ভাইয়ের বাসায় আছেন। বাড়িটি রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত। পরে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। এরপর তাকে গ্রেপ্তার করে।

এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী।

গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের একাধিকবার এমপি ছিলেন।

নুরুজ্জামান আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে দুই দফা প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গতবছর জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলেও মন্ত্রিত্ব পাননি।