Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নারীদের ফুটবল খেলা নিয়ে তদন্ত কমিটির গণশুনানি, আলেম সমাজের দুঃখ প্রকাশ

জয়পুরহাটের আক্কেলপুরে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি ও মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় গণশুনানি করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ গণশুনানি হয়।

আক্কেলপুর উপজেলা প্রশাসন এ গণশুনারির আয়োজন করেন। এতে খেলার মাঠে বেড়া ভাঙচুরের ঘটনাটি অনাকাঙ্খিত বলে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় আলেম সমাজের নেতারা। এমনকি ওই ফুটবল খেলা নিয়ে কোনো আপত্তি নেই বলেও তারা জানিয়েছেন।

গণশুনানিতে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেবী চন্দ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো: মনির হোসেন। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, খেলার আয়োজক টি-স্টার ক্লাবের সভাপতি ও আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন, স্থানীয় আলেম সমাজের নেতা বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা নেতা মাওলানা আব্দুস সামাদ, বাচ্চাহাজী মাদরাসার নায়েবে মুহতামিম আবু বকর সিদ্দিক, তিলকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে ফুটবল টুর্ণামেন্টের আয়োজক ক্লাব টি-স্টারের রেজিস্ট্রেশন না থাকায় প্রথমেই তাদের দায়ী করা হয়। পরে ভাঙচুরকারীদের পক্ষে মাওলানা আব্দুস সামাদ ও নায়েবে মুহতামিম আবু বক্কর সিদ্দিক গত ২৮ জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা নিয়ে যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্খিত বলে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।

গণশুনানি শেষে তদন্ত কমিটির প্রধান দেবী চন্দ গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, যে ঘটনাকে কেন্দ্র করে এখানে এসেছি। সেটি অত্যন্ত অনাকাঙ্খিত এবং যাদের মাধ্যমে ঘটেছে তারা এখানে দুঃখ প্রকাশ করেছেন। খুব সামান্য বিষয় নিয়েই এরকম এটি ঘটনা ঘটেছে। এটি প্রথমেই হয়তো সুন্দরভাবে সমাধান করা যেতো। সর্বোপরি সবাই এই খেলাধুলা এবং সবকিছুরই পক্ষে। এই ছোট ঘটনা সকলেরই দৃষ্টি কেটেছে, এটা নিঃসন্দেহে লজ্জাজনক। আমরা যা পেয়েছি সে বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবো। কর্তৃপক্ষ সেই অনুযায়ী সকল কার্যক্রম গ্রহণ করবেন।

প্রসঙ্গত, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখানে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। ঘটনাটি ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ

জয়পুরহাটে নারীদের ফুটবল খেলা নিয়ে তদন্ত কমিটির গণশুনানি, আলেম সমাজের দুঃখ প্রকাশ

Update Time : ০৮:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি ও মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় গণশুনানি করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ গণশুনানি হয়।

আক্কেলপুর উপজেলা প্রশাসন এ গণশুনারির আয়োজন করেন। এতে খেলার মাঠে বেড়া ভাঙচুরের ঘটনাটি অনাকাঙ্খিত বলে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় আলেম সমাজের নেতারা। এমনকি ওই ফুটবল খেলা নিয়ে কোনো আপত্তি নেই বলেও তারা জানিয়েছেন।

গণশুনানিতে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেবী চন্দ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো: মনির হোসেন। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, খেলার আয়োজক টি-স্টার ক্লাবের সভাপতি ও আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন, স্থানীয় আলেম সমাজের নেতা বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা নেতা মাওলানা আব্দুস সামাদ, বাচ্চাহাজী মাদরাসার নায়েবে মুহতামিম আবু বকর সিদ্দিক, তিলকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে ফুটবল টুর্ণামেন্টের আয়োজক ক্লাব টি-স্টারের রেজিস্ট্রেশন না থাকায় প্রথমেই তাদের দায়ী করা হয়। পরে ভাঙচুরকারীদের পক্ষে মাওলানা আব্দুস সামাদ ও নায়েবে মুহতামিম আবু বক্কর সিদ্দিক গত ২৮ জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা নিয়ে যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্খিত বলে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।

গণশুনানি শেষে তদন্ত কমিটির প্রধান দেবী চন্দ গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, যে ঘটনাকে কেন্দ্র করে এখানে এসেছি। সেটি অত্যন্ত অনাকাঙ্খিত এবং যাদের মাধ্যমে ঘটেছে তারা এখানে দুঃখ প্রকাশ করেছেন। খুব সামান্য বিষয় নিয়েই এরকম এটি ঘটনা ঘটেছে। এটি প্রথমেই হয়তো সুন্দরভাবে সমাধান করা যেতো। সর্বোপরি সবাই এই খেলাধুলা এবং সবকিছুরই পক্ষে। এই ছোট ঘটনা সকলেরই দৃষ্টি কেটেছে, এটা নিঃসন্দেহে লজ্জাজনক। আমরা যা পেয়েছি সে বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবো। কর্তৃপক্ষ সেই অনুযায়ী সকল কার্যক্রম গ্রহণ করবেন।

প্রসঙ্গত, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখানে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। ঘটনাটি ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত ।