নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন শাখা আয়োজিত দলীয় নেতা ও কর্মীদের নিয়ে মতবিনিময় সভা উৎসব মূখোর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩১জানুয়ারি) বিকালে বোড়াগাড়ী হাট মাঠে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা দলবেঁধে শ্লোগানে মুখোরিত করে সভা স্থলে যোগদেয়। সকলের উপস্থিতিতে মাঠটি জনসমাবেশে পরিনিত হয়। ইউনিয়ন যুবদলের আহবায়ক আনারুল হক আনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফারুক আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা উজেলা যুবদলের আহবায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, বিশেষ বক্তা সদস্য সচিব শাহিন আলম শান্ত বক্তব্য রাখেন।
এছাড়াও অতিথি হিসাবে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম সফি, মনোয়ার হোসেন, রায়হানুল হক বাবু, রাকিবুল ইসলাম বাবু, ইউনিয়ন বিএনপি’র সভাপতি বায়োজিত হোসেন চৌধুরী জুয়েল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবনেতা মোস্তাকিন ইসলাম, ভুপতিরায়, শাহিনুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ সহযোগি অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক-মানবিক-আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আদায়ে লক্ষ্যে এবং ডোমার ডিমলার মাটি ও মানুষেন জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।