Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তানোরে মাস পেরিয়ে গেলেও পায়নি বই,উদ্বিগ্ন অভিভাবক মহল

Oplus_131072

রাজশাহীর তানোরে একমাস পরও মেলেনি বিনামূল্যের সরকারি বই। এবারে ২০২৫ সালের নতুন বছরের প্রথম দিন শুধু তিনটি করে বই দেয়া হয় ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরকে। কিন্তু সপ্তম ও নবম শ্রেণিতে একটিও বই এখন দেয়া হয়নি। একই পরিস্থিতি প্রাথমিকেও। এতে হতাশ হয়ে পড়েছে এ উপজেলার ৩৫ হাজার শিক্ষার্থী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরো উপজেলায় প্রাথমিক স্তরে সাড়ে ১৬ হাজার ও মাধ্যমিক স্তরে সাড়ে ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে।

এরমধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সব বই পেয়েছে। কিন্তু প্রাক-প্রাথমিক, তৃতীয় চতুর্থ শ্রেণির এসব শিক্ষার্থী বছরের প্রথম দিন সব বই পায়নি। বই না পেয়ে অনেক ছাত্র-ছাত্রী ও অভিভাবক হতাশা প্রকাশ করেছেন। এছাড়াও শিশু শিক্ষার্থীদের মন বেশি খারাপ রয়েছে। এক শিক্ষার্থী বলেন, প্রতিবছর নতুন বই পেয়ে অনেক আনন্দ হয়, কিন্তু এবার কিছুই পাইনি।

আমাদের খুব খারাপ লাগছে। শিক্ষক ও অভিভাবকরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, সরকারের পক্ষ থেকে বই বিতরণের বিষয়ে অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মাঝে হতাশা তৈরি হয়েছে। এপরিস্থিতিতে শিক্ষার্থীদের এই হতাশা কাটিয়ে তাদের মাঝে আনন্দ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা অত্যান্ত জরুরি বলে মনে করেন অভিভাবক মহল।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌস বলেন, বছরের প্রথম দিন স্কুলের ছেলেমেয়েরা নতুন বই হাতে পেয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে। কিন্তু এবার তানোর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই সরবরাহের অভাবে এই উৎসব আয়োজন সম্ভব হয়নি। তবে, অল্প কিছুদিনেও মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। এব্যাপারে তানোর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, বই সরবরাহে কিছু কারিগরি সমস্যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েব সাইটে প্রকাশ

তানোরে মাস পেরিয়ে গেলেও পায়নি বই,উদ্বিগ্ন অভিভাবক মহল

Update Time : ০৮:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহীর তানোরে একমাস পরও মেলেনি বিনামূল্যের সরকারি বই। এবারে ২০২৫ সালের নতুন বছরের প্রথম দিন শুধু তিনটি করে বই দেয়া হয় ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদেরকে। কিন্তু সপ্তম ও নবম শ্রেণিতে একটিও বই এখন দেয়া হয়নি। একই পরিস্থিতি প্রাথমিকেও। এতে হতাশ হয়ে পড়েছে এ উপজেলার ৩৫ হাজার শিক্ষার্থী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরো উপজেলায় প্রাথমিক স্তরে সাড়ে ১৬ হাজার ও মাধ্যমিক স্তরে সাড়ে ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে।

এরমধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সব বই পেয়েছে। কিন্তু প্রাক-প্রাথমিক, তৃতীয় চতুর্থ শ্রেণির এসব শিক্ষার্থী বছরের প্রথম দিন সব বই পায়নি। বই না পেয়ে অনেক ছাত্র-ছাত্রী ও অভিভাবক হতাশা প্রকাশ করেছেন। এছাড়াও শিশু শিক্ষার্থীদের মন বেশি খারাপ রয়েছে। এক শিক্ষার্থী বলেন, প্রতিবছর নতুন বই পেয়ে অনেক আনন্দ হয়, কিন্তু এবার কিছুই পাইনি।

আমাদের খুব খারাপ লাগছে। শিক্ষক ও অভিভাবকরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, সরকারের পক্ষ থেকে বই বিতরণের বিষয়ে অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মাঝে হতাশা তৈরি হয়েছে। এপরিস্থিতিতে শিক্ষার্থীদের এই হতাশা কাটিয়ে তাদের মাঝে আনন্দ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা অত্যান্ত জরুরি বলে মনে করেন অভিভাবক মহল।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌস বলেন, বছরের প্রথম দিন স্কুলের ছেলেমেয়েরা নতুন বই হাতে পেয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে। কিন্তু এবার তানোর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই সরবরাহের অভাবে এই উৎসব আয়োজন সম্ভব হয়নি। তবে, অল্প কিছুদিনেও মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। এব্যাপারে তানোর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, বই সরবরাহে কিছু কারিগরি সমস্যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।