জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি ও মাঠের বেড়া ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট-পাঁচুরমোড়ে জেলার খেলোয়ার ও ক্রীড়া সংগঠকদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী সময় ধরে চলা ওই মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, অবসরপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, ক্রীড়া সংগঠক আসিফ শাহরিয়ার, সামশ মতিন, নারী ফুটবলার রিতু আকতারসহ অন্যরা।
বক্তারা বলেন, নারীরা খেলতে চায়। তাদের খেলা বন্ধ করা ঠিক না। অবিলম্বে নারী খেলোয়ারদের নিরাপত্তা নিশ্চিত ককরা হোক। সেই সাথে খেলার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। সেই সাথে তিলকপুরে বন্ধ ম্যাচ চালুর দাবি জানান তারা।
প্রসঙ্গত, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখানে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।