ভোলায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ দস্যুকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-বাহিনী ভোলা কন্টিনজেন্টের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট এন এম সরোয়ার জাহান।
তিনি জানান, অপরাধ ও সন্ত্রাসী কর্মকান্ড দমনে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নৌ-বাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ভোলা নৌ-বাহিনী কন্টিনজেন্টের সদস্যরা র্যাব এর সমন্বয়ে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে যৌথ অভিযান চালায়। এসময় ইনিয়নের শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করা হয়। এ সময় এদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ১টি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ১টি ছুরি, ৫টি মোবাইল, ১টি ল্যাপটপ ও সিসিটিভির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌ-বাহিনীরি দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আটকৃতদেরকে জব্দকৃত মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, গিয়াস উদ্দিন ওই এলাকার ছালে আহম্মেদের পুত্র এবং হাসান একই এলাকার মালেক বেপারির পুত্র। গিয়াস উদ্দিন ও হাসানের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় এবং সমুদ্রগামী জেলেদের ও জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম করে আসছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক দস্যুতার অভিযোগে মামলা চলমান রয়েছে।