সৈয়দপুরে মামলা তুলে না নেওয়ায় আসামী পক্ষের সন্ত্রাসীরা মামলার বাদীনিকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় শহরের রেলওয়ে কারখানা গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
মামলার বাদীনি শাবানা (৪৮) জানান, শহরের রেলওয়ে কারখানা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন বসবাস করছেন তিনি। গত ২০২৪ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় ছেলের বিয়েতে বাড়ির সকল দরজায় তালা দিয়ে উপজেলার রাবেয়া ফ্লাওয়ার মিল এলাকায় যাই। রাত আনুমানিক পোনে ১১ টায় বাড়ি ফিরে দেখি ঘরের তালা ভেঙে ৫ লাখ টাকা মুল্যের সোনার গহনা, ৩০ হাজার টাকা মুল্যের রুপার গহনা, নগদ ৫০ হাজার টাকা সহ আরো প্রায় ২৫ হাজার টাকা মুল্যের কয়েকটি শাড়ি চুরি সংঘটিত হয়। ঘটনাটি পুলিশে খবর দিলে,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ দেয়ার পরামর্শ দেন। বাদীনি আরো বলেন, একই এলাকায় বসবাসকারি ওমর নামের ব্যাক্তিটি পুর্বে একাধিকবার চুরির সাথে জড়িত ছিল বলে তার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দেই।
এর পর থেকেই আসামী ওমর মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছিল। এর জের ধরে ৩১ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় আসামী ওমর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ করতে নিষেধ করায় আসামী ওমর ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে আমার সারা শরীরে মারধর করে হত্যার চেষ্টা চালায়। ওই সময় আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামী ওমর তার বিরুদ্ধে মামলা তুলে না নিলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়। আসামি ওমরের হুমকির পর বাদীনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ওমর কে গ্রেফতারের চেষ্টা চলছে।