Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দেশব্যাপী আজ আধাবেলা হরতালের ডাক দিলেন ইনসানিয়া বিপ্লব বাংলাদেশ

আজ দেশব্যাপী আধাবেলা  হরতালে ডাক দিয়েছে ইনসানিয়ার বিপ্লব বাংলাদেশ।গতকাল আজ শনিবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আল্লামা ইমাম হায়াত।

তিনি বলেন, রোববার অর্ধবেলা দেশব্যাপী হরতাল পালন করা হবে। ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের জনসভা বন্ধ করা এবং  মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধ করে গণতন্ত্র ধ্বংসের প্রতিবাদে রাজাকার জঙ্গিবাদ পক্ষপাতদুষ্ট স্বৈরসরকারের পদচ্যুতির দাবিতে এ হরতাল কর্মসূচি পালন করা হবে।

স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে গণতন্ত্র মানবাধিকার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার পূণরুদ্ধারের জন্য আমরা সবাই আন্দোলন করেছিলাম। কিন্তু মীরজাফর চক্র জনগণের সংগ্রাম ছিনতাই করে রাষ্ট্র কুক্ষিগত করে গণতন্ত্র রুদ্ধ করে ফেলেছে। আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত হরন করেছে। আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে না দিয়ে বন্ধ করে গণতন্ত্র জবাই করছে।

একটা মীরজাফর চক্রের মদদে বাস্তবে দেশে জঙ্গিবাদ জল্লাদ মদুদিবাদ  তালেবান রাজাকার সন্ত্রাসবাদ জামাত শয়তানের স্বৈরদস্যুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

দেশ ধর্ম গণতন্ত্র জীবনের স্বাধীনতা পূণরুদ্ধারের জন্য সকল গণতান্ত্রিক দল ও জীবনের স্বাধীনতা ও রাষ্ট্রের স্বাধীনতায় বিশ্বাসী সকল জনগণের ঐক্যবদ্ধ এক নতুন আদর্শিক মুক্তিযুদ্ধ জরুরী হয়ে পড়েছে, যেন আর কোনো মীরজাফর চক্র এভাবে রাষ্ট্র জবরদখল করে নব্য ফ্যাসিবাদ নব্য স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে।

ইসলামের শত্রু ও রাষ্ট্রের শত্রু এবং গণতন্ত্রের শত্রু রাজাকার জঙ্গিবাদের দালাল নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ মীরজাফর অবৈধ ক্ষমতাসীন চক্র আমরা মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের অদ্যকার ফেনীতে অনুষ্ঠিতব্য শান্তিপূর্ণ নির্বাচনী জনসভা বন্ধ করেছে।

অথচ আজ চল্লিশ বছর ধরে আমরা মানবিক গণতন্ত্রের লক্ষ্যে এবং স্বৈরতন্ত্র থেকে সব মানুষের মুক্তির জন্য ও রাষ্ট্রের মুক্তির জন্য এবং সব মানুষের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ও সব মানুষের নিজ নিজ ধর্মাধিকার রক্ষার জন্য আদর্শিক সংগ্রাম করে আসছি।

আমরা জনগণের রাজনৈতিক অধিকার নাগরিকত্ব হরন করে গণতন্ত্র হত্যাকারি এই অবৈধ  সরকার থেকে জীবনের স্বাধীনতা-রাষ্ট্র-গণতন্ত্র-নাগরিকত্ব উদ্ধারে আজ থেকে আমরা ইনসানিয়াত বিপ্লব স্বৈরাচার ফ্যাসিবাদের পদচ্যুতির দাবিতে সর্বাত্মক সংগ্রাম শুরু করলাম।

ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের শান্তিপূর্ণ সমাবেশ বন্ধ করে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া ও জনগণের অধিকার হরণ এবং গণতন্ত্র ধ্বংসের দায়ে এই অবৈধ ক্ষমতাসীন চক্রের পদচ্যুতির দাবিতে আগামীকাল ২রা ফেব্রুয়ারি রোববার অর্ধবেলা দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ

দেশব্যাপী আজ আধাবেলা হরতালের ডাক দিলেন ইনসানিয়া বিপ্লব বাংলাদেশ

Update Time : ০৬:৫৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

আজ দেশব্যাপী আধাবেলা  হরতালে ডাক দিয়েছে ইনসানিয়ার বিপ্লব বাংলাদেশ।গতকাল আজ শনিবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আল্লামা ইমাম হায়াত।

তিনি বলেন, রোববার অর্ধবেলা দেশব্যাপী হরতাল পালন করা হবে। ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের জনসভা বন্ধ করা এবং  মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধ করে গণতন্ত্র ধ্বংসের প্রতিবাদে রাজাকার জঙ্গিবাদ পক্ষপাতদুষ্ট স্বৈরসরকারের পদচ্যুতির দাবিতে এ হরতাল কর্মসূচি পালন করা হবে।

স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে গণতন্ত্র মানবাধিকার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার পূণরুদ্ধারের জন্য আমরা সবাই আন্দোলন করেছিলাম। কিন্তু মীরজাফর চক্র জনগণের সংগ্রাম ছিনতাই করে রাষ্ট্র কুক্ষিগত করে গণতন্ত্র রুদ্ধ করে ফেলেছে। আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত হরন করেছে। আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে না দিয়ে বন্ধ করে গণতন্ত্র জবাই করছে।

একটা মীরজাফর চক্রের মদদে বাস্তবে দেশে জঙ্গিবাদ জল্লাদ মদুদিবাদ  তালেবান রাজাকার সন্ত্রাসবাদ জামাত শয়তানের স্বৈরদস্যুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

দেশ ধর্ম গণতন্ত্র জীবনের স্বাধীনতা পূণরুদ্ধারের জন্য সকল গণতান্ত্রিক দল ও জীবনের স্বাধীনতা ও রাষ্ট্রের স্বাধীনতায় বিশ্বাসী সকল জনগণের ঐক্যবদ্ধ এক নতুন আদর্শিক মুক্তিযুদ্ধ জরুরী হয়ে পড়েছে, যেন আর কোনো মীরজাফর চক্র এভাবে রাষ্ট্র জবরদখল করে নব্য ফ্যাসিবাদ নব্য স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে।

ইসলামের শত্রু ও রাষ্ট্রের শত্রু এবং গণতন্ত্রের শত্রু রাজাকার জঙ্গিবাদের দালাল নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ মীরজাফর অবৈধ ক্ষমতাসীন চক্র আমরা মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের অদ্যকার ফেনীতে অনুষ্ঠিতব্য শান্তিপূর্ণ নির্বাচনী জনসভা বন্ধ করেছে।

অথচ আজ চল্লিশ বছর ধরে আমরা মানবিক গণতন্ত্রের লক্ষ্যে এবং স্বৈরতন্ত্র থেকে সব মানুষের মুক্তির জন্য ও রাষ্ট্রের মুক্তির জন্য এবং সব মানুষের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ও সব মানুষের নিজ নিজ ধর্মাধিকার রক্ষার জন্য আদর্শিক সংগ্রাম করে আসছি।

আমরা জনগণের রাজনৈতিক অধিকার নাগরিকত্ব হরন করে গণতন্ত্র হত্যাকারি এই অবৈধ  সরকার থেকে জীবনের স্বাধীনতা-রাষ্ট্র-গণতন্ত্র-নাগরিকত্ব উদ্ধারে আজ থেকে আমরা ইনসানিয়াত বিপ্লব স্বৈরাচার ফ্যাসিবাদের পদচ্যুতির দাবিতে সর্বাত্মক সংগ্রাম শুরু করলাম।

ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের শান্তিপূর্ণ সমাবেশ বন্ধ করে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া ও জনগণের অধিকার হরণ এবং গণতন্ত্র ধ্বংসের দায়ে এই অবৈধ ক্ষমতাসীন চক্রের পদচ্যুতির দাবিতে আগামীকাল ২রা ফেব্রুয়ারি রোববার অর্ধবেলা দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করলাম।