গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গোডাউন বাজার হতে নলডাঙ্গা রাস্তা গামী ৭শ ৩০ মিটার রাস্তা পূর্ন-,নির্মান কাজ ৪৯লাখ ৫৪হাজার টাকা নির্মান ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্টান নাফি-নিলয় ট্টের্ডাসের সত্বাধিকারি মোঃ আমিনুল ইসলাম কাজটি উইনিব্লক দিয়ে সম্পন্ন করেন।
উল্লেখ্য যে রাস্তাটি উপজেলা প্রকৌশুলি দপ্তর হতে ৭শ২০মিটার কাজের টেণ্ডার করা হয়। কিন্তু গাইবান্ধা-সুন্দরগঞ্জ পাকা রাস্তা হতে ধোপাডাঙ্গা-ৃনলডাঙ্গা রাস্তার কিশামত হলদিয়া মৌজার আব্দুল মোন্নাফের বাড়ি পযন্ত ৭৩০ মিটার। বরাদ্ধের চাইতে ১০ মিটার রাস্তা জনগনের অনুরোধে বাড়তি কাজ করেছেন। এছাড়াও রাস্তার দুই ধারে যাত্রী বিশ্রামের জন্য চার স্হানে বসার জন্য বেঞ্চ নির্মান করা হয়েছে,,,যা,,, এলাকার জনগনের মাঝে নতূনাত্ব। রাস্তা নির্মানে ব্যবহার করা হয়েছে Ecp উইনি ব্লক,।সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারি প্রকৌশুলি মাহ্বুব হোসেন জানান,যে ব্যবহৃত ব্লকের গুনগত মান অত্যান্ত ভাল।গত সোমবার নির্মিত রাস্তাটি গুনগত মান যাচাইয়ে সরে জমিনে পরিদর্শন করেন এলজিইডি গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশুলি মোঃ সাবিউল ইসলাম।পরিদর্শন কালে রাস্তার কাজের গুনগত মানে সন্তোষ প্রকাশ করেন।