দিনাজপুর জেলার বিরামপুর ঘোড়াঘাট রেল গোমটি নামকস্থানে রেলকোচিং এ ঢাকাগামি একতা এক্সপ্রেস ট্রেন ও পাথর বোঝাই ১টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত ট্রাক হেলপার দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ট্রাক ড্রাইভার মাহাবুব আলম (৩০) বাড়ি পঞ্চগড় এবং গুরুতর আহত হেলপার আরিফ(১৮) তেঁতুলিয়ার ভোজনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রবিরার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দিকে বিরামপুর রেলষ্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ঢাকাগামি একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় রেললাইনে দশ চাকার পাথর বাহি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৮৯০৬) উঠে যায় এবং ঢাকাগামী চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মহুর্তেই পাথর বোঝায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার মাহাবুব আলম (৩০) কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এসময় স্থানীয়রা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক থেকে হেলপার আরিফ (১৮) কে দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। এদিকে ঢাকাগামি একতা এক্সপ্রেস
ট্রেনটির সামনের অংশে বেশ ভেঙে যায়। তাঁরা আরও জানান,গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদি রেলক্রসিংয়ে গেটম্যান সতর্ক থাকতেন। তাহলে এই প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
ট্রেন দূর্ঘটনার ঘটনার ৬ থেকে ৭ ঘন্টা পর দিনাজপুর ঢাকা মড়াসড়কের যান চলাচল স্বাভাবিক করে বিরামপুর থানা পুলিশ।
অপর দিকে বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলগেটে দায়িত্বে থাকা গেটম্যান আব্দুর রহমান রেল দূর্ঘটনার ঘটনার পর থেকে পলাতক রয়েছে। রেলগেটের বেরিয়ার না ফেলানোর কারনে এমন ভয়াভয় দূর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ঢাকাগামি একতা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের ১টি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে নিহত ড্রাইভার মাহাবুব আলম এর মরদেহ উদ্ধার করা হয় এবং হেলপার আরিফকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানানা, পাথর বোঝাই ট্রাকটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
এবিষয়ে পার্বতীপুর বাংলাদেশ রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে গেটম্যান আব্দুর রহমান পলাতক রয়েছে। দায়িত্বে অবহেলার কারণের তাঁর বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ে আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সঙ্গে আইনানুগ প্রক্রিয়া শেষে ড্রাইভার মাহাবুব এর মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হবে।তিনি আরও জানান,গুরুতর আহত ট্রাক হেলপার দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।