Dhaka ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু

প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার । রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে এ পর্ব শেষ হয়।সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে।

৩১ জানুয়ারি শুরু হওয়া প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের ইজতেমা শেষ হওয়ার পর করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা এরইমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় যারা অংশগ্রহণ করবেন তারা আসা শুরু করেছেন।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক, হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ মোট ২২টি জেলা অংশগ্রহণ করছেন মোট ৪০টি খিত্তায়।

সোমবার বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষ করেই তাবলিগের স্বেচ্ছাসেবককর্মী এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩ শতাধিক পরিচ্ছন্নকর্মী ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করেন। রোববার মাগরিবের আগেই তা সম্পন্ন করে।

মাঠে এরই মধ্যে ৭৬টি দেশ থেকে প্রায় ৩,০৫০ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা নিজ দেশে ফিরবেন।

এদিকে বিদেশিদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির করার ব্যবস্থা নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের প্রথম ধাপের মতো নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

প্রথম ধাপের ইজতেমা এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু

Update Time : ১১:১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার । রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে এ পর্ব শেষ হয়।সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে।

৩১ জানুয়ারি শুরু হওয়া প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের ইজতেমা শেষ হওয়ার পর করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা এরইমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় যারা অংশগ্রহণ করবেন তারা আসা শুরু করেছেন।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক, হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ মোট ২২টি জেলা অংশগ্রহণ করছেন মোট ৪০টি খিত্তায়।

সোমবার বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষ করেই তাবলিগের স্বেচ্ছাসেবককর্মী এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩ শতাধিক পরিচ্ছন্নকর্মী ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করেন। রোববার মাগরিবের আগেই তা সম্পন্ন করে।

মাঠে এরই মধ্যে ৭৬টি দেশ থেকে প্রায় ৩,০৫০ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা নিজ দেশে ফিরবেন।

এদিকে বিদেশিদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির করার ব্যবস্থা নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের প্রথম ধাপের মতো নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

প্রথম ধাপের ইজতেমা এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।