ভোলা জেলা আইনজীবী সমিতির সব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা
আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী মোজাম্মেল হকের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান জেলা ও দায়রা জজ এ, এইচ, এম মাহমুদুর রহমান। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রে মিজানুর রহমান ভুইয়া। এছাড়া অনুষ্ঠানে সিনিয়র সহকারী জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. ফরিদুর রহমান, সম্পাদক এডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেত, সহ-সভাপতি এডভোকেট মো: ইউসুফ-(১), মো: ফিরোজ কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তোয়াহা, এস এম মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. মাহাবুবুর রহমান-(২) ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান খান ও শাহ মো: আহসান উল্যাহ সুমন, সদস্য মো. মাহবুব আলম মাহাবুব, মো. ফরিদুল ইসলাম, রাজিব হাওলাদার, মো. আলমগীর নবিন। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সিনিয়র-জুনিয়র সকল আইনজীবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব নির্বাচিত সকল সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা সিক্ত করা হয়।